Big News: ন্যাশনাল পেনশন স্কিমে হতে পারে বড় বদল! আপনার উপর কী প্রভাব পড়বে ?

Last Updated:

রাজস্থান, ছত্তীসগড়, ঝাড়খণ্ড, পঞ্জাবে পুরনো স্কিম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

#নয়াদিল্লি: ন্যাশনাল পেনশন স্কিমে বদল নিয়ে পর্যালোচনায় কেন্দ্র সরকার ৷ সিএনবিসি আওয়াজের সূত্রের খবর অনুযায়ী, সরকার পুরনো পেনশন স্কিমের বেশ কিছু নিয়ম NPS-এর মধ্যে সামিল করার বিষয়ে ভাবনা চিন্তা করছে ৷ হিমাচলে পরাজয়ের পিছনে নয়া পেনশন স্কিমে বদলকে একটি বড় কারণ হিসেবে মনে করা হচ্ছে ৷ রাজস্থান, ছত্তীসগড়, ঝাড়খণ্ড, পঞ্জাবে পুরনো স্কিম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
OLD Vs New পেনশন স্কিম
নতুন স্কিমের বদলে সরকারি কর্মচারীরা পুরনো পেনশন স্কিমের দাবি জানাচ্ছেন অনেকদিন ধরেই ৷ কর্মচারীদের দাবি পুরনো পেনশন স্কিম এনপিএস থেকে বেশি লাভজনক ৷
advertisement
জানুয়ারি ২০০৪-এ নয়া পেনশন স্কিম লাগু হওয়ার পর ওপিএস বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ পুরনো পেনশন স্কিম অনুযায়ী, কর্মচারীরা অবসরের পর বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পেতেন ৷
advertisement
এনপিএস-এর ক্ষেত্রে পেনশন পুরোপুরি নির্ভর করবে বিমা সংস্থা থেকে কেনা অ্যানিউটির উপরে ৷ এই অ্যানিউটির উপর যে সুদ মিলবে সেটা ১২টি ভাগ করে প্রতি মাসে পেনশন হিসেবে দেওয়া হবে ৷
পুরনো স্কিমে পেনশন বাড়ার সম্ভাবনা থাকে ৷ সরকার প্রতি ৬ মাসে যখন ডিএ বাড়িয়ে থাকে তখন পেনশনভোগীদের ক্ষেত্রেও ডিআর বৃদ্ধি করা হয়ে থাকে ৷ নতুন স্কিমে অবসরের পর যে টাকা পেনশন হিসেবে দেওয়া শুরু করা হয় তা একই থাকে ৷
advertisement
ওপিএস বা পুরনো পেনশন স্কিমে সরকারি কর্মচারীদের বেশি ভরসা ও সুরক্ষা প্রদান করে থাকে ৷ কারণ এখানে সরকারের তরফে নির্দিষ্ট লাভ দেওয়া হত ৷
কিন্তু ২০০৪ সালে তৎকালীন ইউপিএ সরকার ওপিএস বন্ধ করে দেয় ৷ কারণ হিসেবে দেখানো হয় এর জেরে সরকারের উপর খরচের বোঝা বেড়ে যাচ্ছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Big News: ন্যাশনাল পেনশন স্কিমে হতে পারে বড় বদল! আপনার উপর কী প্রভাব পড়বে ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement