১৭ ডিসেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠক, অনলাইন গেমিং থেকে ঘোড়দৌড়ের উপর বসতে পারে কর!

Last Updated:

বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর।

#নয়াদিল্লি: ১৭ ডিসেম্বর বসছে জিএসটি কাউন্সিলের বৈঠক। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা। ওই দিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। প্রসঙ্গত, এর আগে ৪৭ তম জিএসটি কাউন্সিলের সভা ২৮ এবং ২৯ জুন চণ্ডীগড়ে অনুষ্ঠিত হয়।
জানা গিয়েছে, বৈঠক থেকে জুস ভিত্তিক পানীয়ের উপর ১৮ শতাংশ জিএসটি বসানোর সিদ্ধান্ত ঘোষণার সম্ভাবনা রয়েছে। ক্যাসিনো, অনলাইন গেমিং এবং ঘোড়দৌড়ের উপর জিএসটি ধার্য করার বিষয়ে অর্থমন্ত্রীদের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। জিএসটি অ্যাপিল ট্রাইবুনাল গঠনের বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে। জিএসটি কাউন্সিল রেট প্যানেল ট্যাক্স সম্পর্কিত কিছু বিষয়েও স্পষ্টীকরণ জারি করতে পারে বলে খবর। এছাড়াও, জিএসটি আইনের কিছু বিধানকে অপরাধমূলক বিভাগ থেকে বাদ দেওয়ার জন্য অফিসারদের কমিটির একটি প্রতিবেদন নিয়েও আলোচনা হতে পারে।
advertisement
advertisement
কেন্দু পাতার উপর ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করা উচিত: ওড়িশার প্রায় ৪ লাখ মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত কেন্দু পাতা। অথচ তার উপরেই ১৮ শতাংশ জিএসটি বসানো হয়েছে। এই জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্র সরকারের কাছে আর্জি জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ইতিমধ্যেই ওড়িশা সরকারের তরফে কেন্দু পাতা সংগ্রহের জন্য একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তার কয়েক দিনের মধ্যেই নির্মলা সীতারমণকে চিঠি লিখে জিএসটি প্রত্যাহারের অনুরোধ করেন নবীন। ১৭ ডিসেম্বরের বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
advertisement
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে ইতিমধ্যেই জিএসটি ক্ষতিপূরণ বাবদ ১৭ হাজার কোটি টাকা দিয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এটা চলতি বছরের এপ্রিল-জুন মাসের ক্ষতিপূরণ বাবদ দেওয়া টাকা।
advertisement
উল্লেখযোগ্য বিষয় হল, ১ ডিসেম্বর থেকে জিএসটি-র মুনাফা সংক্রান্ত সমস্ত অভিযোগের তদন্ত করবে ভারতীয় প্রতিস্পর্ধা আয়োগ বা সিআইআই। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বর্তমানে, ডিরেক্টরেট জেনারেল অফ অ্যান্টি-প্রফিটিয়ারিং (ডিজিএপি) কোম্পানিগুলিকে জিএসটি হার কমানোর বিষয়ে গ্রাহকদের অভিযোগগুলি তদন্ত করে এবং তারপরে এনএএ-কে রিপোর্ট পাঠায়। এনএএ এই অভিযোগগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১৭ ডিসেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠক, অনলাইন গেমিং থেকে ঘোড়দৌড়ের উপর বসতে পারে কর!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement