৫০০ টাকার নোট নকল এমন মেসেজ আসছে আপনার কাছে ? ভুলেও এই কাজটি করবেন না
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
এমন খবরের কোনও সত্যতা নেই। এক নজরে দেখে নেওয়া যাক এই বিষয়ে সম্পূর্ণ তথ্য।
#কলকাতা: বিগত কয়েকদিন ধরে, ৫০০ টাকার নোট নিয়ে একটি বার্তা দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। সেই বার্তায় দাবি করা হচ্ছে যে, সেই ৫০০ টাকার নোটটি জাল, যাতে সবুজ স্ট্রিপ আরবিআই গভর্নরের স্বাক্ষরের কাছে নেই, কিন্তু গান্ধিজির ছবির কাছে রয়েছে। কিন্তু আসলে এই তথ্য একেবারেই ঠিক নয়, এই খবর সম্পূর্ণ মিথ্যা। বাজারে এমনিতেই বিভিন্ন ধরনের জাল নোট দেখা যায়। ৫০০ টাকার জাল নোটও বাজারে রয়েছে। জাল নোটের কারবারিদের উপর নজর রেখেও জাল নোট সম্পূর্ণ রূপে বন্ধ করা যায়নি। এই কারণে সবসময় মানুষদের মধ্যে একটি ভয় কাজ করে যে, তাদের কাছে যে নোট রয়েছে সেটি আসল কি না।
এর মধ্যেই একটি বার্তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে, যা মানুষের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু, অহেতুক চিন্তা করার কোনও প্রয়োজন নেই। জানা গিয়েছে যে সেই বার্তাটি একটি গুজব। এমন খবরের কোনও সত্যতা নেই। এক নজরে দেখে নেওয়া যাক এই বিষয়ে সম্পূর্ণ তথ্য।
advertisement
advertisement
প্রথমেই জেনে রাখা প্রয়োজন যে, পিআইবি অর্থাৎ প্রেস ইনফরমেশন ব্যুরো গুজব প্রতিরোধে এবং সাধারণ মানুষকে সঠিক তথ্য দিতে কাজ করে। সেই কারণেই যখন ৫০০ টাকার নোট সম্পর্কিত খবরটি সামনে আসে, এটির সত্যতা যাচাই করা শুরু করে প্রেস ইনফরমেশন ব্যুরো। সেই বার্তায় বলা হয়েছে যে, সেই ৫০০ টাকার নোটটি জাল, যাতে সবুজ স্ট্রিপ আরবিআই গভর্নরের স্বাক্ষরের কাছে নেই, কিন্তু গান্ধিজির ছবির কাছে রয়েছে। কিন্তু, এই বার্তাটি এটি সম্পূর্ণ ভুল।
advertisement
এই বিষয়ে তথ্য দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে, দুই ধরনের নোটই বৈধ। তাই সাধারণ মানুষের চিন্তার কোনও কারণ নেই। অর্থাৎ যে সকল ৫০০ টাকার নোটে আরবিআই গভর্নরের স্বাক্ষরের কাছে সবুজ স্ট্রিপ রয়েছে সেটিও বৈধ এবং যে সকল ৫০০ টাকার নোটে গান্ধিজির ছবির কাছে সবুজ স্ট্রিপ রয়েছে সেটিও বৈধ।
advertisement
কেউ যদি এমন কোনও সন্দেহজনক বার্তা পেয়ে থাকেন, তাহলে নিজেরাই এর সত্যতা পরীক্ষা করা যেতে পারে। এই ক্ষেত্রে নিজেরাই সেই খবরটি আসল না জাল তা পরীক্ষা করে দেখে নেওয়া যেতে পারে। এর জন্য https://factcheck.pib.gov.in-এ মেসেজ করতে হবে। বিকল্পভাবে সত্যতা যাচাইয়ের জন্য +918799711259 নম্বরে একটি WhatsApp বার্তাও পাঠানো যেতে পারে। এছাড়াও সেই বার্তা পাঠানো যেতে পারে pibfactcheck@gmail.com এ। এই সংক্রান্ত সত্যতা যাচাইয়ের তথ্য https://pib.gov.in-এও পাওয়া যায়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 13, 2022 4:09 PM IST