স্থানীয় মানুষদের অধিকাংশের বক্তব্য, "দীর্ঘ সময় ধরে গোটা এলাকায় পানীয় জলের কোন ব্যবস্থা নেই। সাধারণ মানুষ পানীয় জলের জন্য বর্তমান সময়ে প্রচুর কষ্টে দিন কাটাচ্ছে। তবে গোটা বিষয় নিয়ে প্রশাসনিক স্তরের কর্তাদের কোন ভ্রুক্ষেপ নেই। বারংবার তাদের জানিয়ে আসলেও তারা কোনরকম পদক্ষেপ নিতে রাজি নয়।"
বর্তমান সময়ে বিডিও থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত স্তরের কর্তাদের এই এলাকার জলের সমস্যা নিয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না। তবে সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এলাকার স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বর্তমান সময়ের এলাকার মানুষদের পানীয় জল পেতে হলে একমাত্র ভরসা, বাড়িতে বসানো চাপ কল কিংবা অন্য এলাকার পানীয় জলের কল। তবে সকল মানুষের পক্ষে বাড়িতে বাড়িতে চাপ কল বসানো সম্ভব নয়। তাই দূর থেকে জল নিয়ে এসে বাড়িতে ব্যবহার করতে হচ্ছে এবং মানুষকে। এর ফলে নিত্য ভোগান্তি একেবারে চরম উঠেছে। তাই তারা সরকারের কাছে আবেদন রাখছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে যেন দ্রুত এই এলাকার পানীয় জলের সমস্যা সমাধান করে দেয়া হয়।
advertisement
বর্তমান সময়ে গোটা এলাকায় একাধিক পানীয় জলের ফল থাকলেও। সেই সমস্ত কলের একেবারেই বেহাল দশা। কিছু কল আগাছায়া জরাজীর্ণ হয়ে রয়েছে। আবার কিছু কল ভেঙে গিয়েছে সময়ে সঙ্গে সঙ্গে। তবে কল ভেঙে গেল জলের দেখা মেলেনি এখনও পর্যন্ত। এলাকার বাসিন্দারা আরোও জানাচ্ছেন, "সামনেই একটি এলাকায় জলের সাপ্লাই রয়েছে। সেখান থেকে কানেকশন দিয়ে দিলেই এই এলাকাতেও জল আসতে শুরু করবে। তবে সেই কানেকশনের জন্য দীর্ঘ সময় ধরে জানিয়ে আসলেও কেউ কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছেন না। স্থানীয় পঞ্চায়েত অফিসে এই বিষয়টি নিয়ে অনেকবার লিখিত অভিযোগ জমা করা হয়েছে। এছাড়াও এলাকার মানুষেরা অবস্থান বিক্ষোভ করেছিলেন বহুবার।" তবে বর্তমান সময়ে এক প্রকার হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন গোটা এলাকার মানুষেরা।
সার্থক পন্ডিত