মাথাভাঙা-২ ব্লকের লতা পাতা পঞ্চায়েতের কুশিয়ারবাড়ি হলেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে এবারের রাজ্য ভাওয়াইয়া অনুষ্ঠানের আসর বসবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার এলাকা পরিদর্শন করেন কোচবিহারের জেলাশাসক সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিরা। কুশিয়ারবাড়ি হলেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলাশাসক একটি প্রস্তুতি বৈঠকও সারেন
রাজ্য ভাওয়াইয়ার আসর নিয়ে আয়োজিত ওই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, মাথাভাঙার মহাকুমাশাসক অচিন্ত্যকুমার হাজরা। এছাড়াও ছিলেন মাথাভাঙা-২ ব্লকের বিডিও উজ্জ্বল সরদার, ঘোকসাডাঙা থানার ওসি অজিত কুমার শা।
advertisement
আরও পড়ুন: রায়ডাক নদীর উপর ঝুঁকির পারাপার, লোহার সেতুর দাবি এলাকাবাসীর
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কুশিয়ারবাড়ি হলেশ্বর বিদ্যালয়ের মাঠে রাজ্য ভাওয়াইয়া অনুষ্ঠিত হতে চলেছে। ওই অনুষ্ঠানে মোট ৩২ টি ব্লক অংশগ্রহণ করবে বলে জানান কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
উত্তরবঙ্গে লোক সংস্কৃতির অন্যতম বিশেষ আকর্ষণ ভাওয়াইয়া সঙ্গীত। এই সংগীতের প্রশংসা বর্তমানে দেশে ও বিদেশে ছড়িয়ে পড়ছে। এই সংগীতকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয় রাজ্য ভাওয়াইয়ার আসর। এই বছর তা ৩৪ বছরে পদার্পণ করছে। সেই বিষয়কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে একটা আলাদা উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে কোচবিহার জেলায়।
সার্থক পণ্ডিত