Coochbehar News: রায়ডাক নদীর উপর ঝুঁকির পারাপার, লোহার সেতুর দাবি এলাকাবাসীর
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
রায়ডাক নদীর উপর বাঁশের একটা পলকা সেতুর উপর দিয়ে ঝুঁকির যাতায়াত। পঞ্চায়েত ভোটের আগে লোহার সেতু তৈরির দাবি উঠল
কোচবিহার: রায়ডাক নদীর উপর ঝুঁকির পারাপার। আতঙ্কিত এলাকাবাসী নতুন সেতু তৈরির দাবি জানালেন। কোচবিহারের তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি-১ পঞ্চায়েত মনিরঘাট এলাকায় চলছে এই ঝুঁকির পারাপার। তুফানগঞ্জ-১ ও ২ ব্লকের কয়েকশো পরিবারের সদস্যদের প্রতিদিন তুফানগঞ্জ বাজারে আসার জন্য রায়ডাক নদীর উপর তৈরি বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। এদিকে বর্ষায় নদীর জলস্তর বেড়ে গেলে স্রোতের ধাক্কায় ওই পলকা সাঁকো ভেঙে যায়। তখন এলাকার মানুষকে ঘুরপথে তুফানগঞ্জ বাজারে আসতে হয়।
স্থানীয়দের অভিযোগ, এই ঘুরপথে যাতায়াতের জন্য তাঁদের খরচ যেমন বাড়ে তেমনই অনেকটা বেশি সময় ব্যয় হয়। এই এলাকায় নৌকা চলাচলও করে না। ফলে বছরের একটা বড় সময় এই এলাকার মানুষেরকে ঘুরপথে যাতায়াত করতে হয়। এই পরিস্থিতি বদলাতে তুফানগঞ্জের বাসিন্দারা দাবি তুলেছেন, অবিলম্বে রায়ডাক নদীর উপর একটি লোহার সেতু তৈরি করতে হবে।
advertisement
advertisement
তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরান ফুলবাড়ির কুঠিবাড়ি, তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-১ পঞ্চায়েতের বাঁশরাজা, বারোকোদালী-১ পঞ্চায়েতের ভান্ডিজেলাস, হরিরহাট, ভানুকুমারী-২ পঞ্চায়েতের ধলডাবরি এলাকার মানুষ তাই বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়েই বর্তমানে এই নড়বড়ে বাঁশের সাঁকো দিয়েই ঝুঁকিপূর্ণ যাতায়াত করছেন।
advertisement
জানা গিয়েছে, এই জায়গা থেকে প্রায় ২ কিলোমিটার দূরে রয়েছে উল্লারঘাট এলাকায় বাঁশের সাঁকো। সেই সাঁকো দিয়েও প্রচুর মানুষ যাতায়াত করেন। তবে ওই এলাকায় পাকা সেতুর কাজ সদ্য শুরু হয়েছে। এর ফলে মনিরঘাট এলাকাতেও লোহার সেতু তৈরির দাবি আরও জোরদার হয়েছে।
তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এলাকার মানুষের এই দাবি নিয়ে কোনও কিছু জানানো হয়নি। সামনে পঞ্চায়েত নির্বাচন থাকায় এলাকার মানুষের এই দাবি যেন আরও জোরদার হয়েছে।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2023 10:06 PM IST