TRENDING:

Cooch Behar News: ভাইফোঁটার দিনেও মন্দার বাজার! দুশ্চিন্তায় বিক্রেতাদের একাংশ

Last Updated:

ভাইফোঁটা উপলক্ষে বিক্রেতাদের একাংশ বাজারে মজুদ করেছিলেন প্রচুর পরিমাণ কাঁচামাল। তবে ভাইফোঁটার দিনসকাল থেকেই বাজারে প্রচুর পরিমান ক্রেতাদের ভিড় চোখে পড়লেও, সেই অনুযায়ী জিনিস বিক্রি হচ্ছে না এমনটাই বক্তব্য অধিকাংশ বিক্রেতাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাথাভাঙ্গা : ভাইফোঁটা উপলক্ষে বিক্রেতাদের একাংশ বাজারে মজুদ করেছিলেন প্রচুর পরিমাণ কাঁচামাল। তবে ভাইফোঁটার দিনসকাল থেকেই বাজারে প্রচুর পরিমান ক্রেতাদের ভিড় চোখে পড়লেও, সেই অনুযায়ী জিনিস বিক্রি হচ্ছে না এমনটাই বক্তব্য অধিকাংশ বিক্রেতাদের। ভাইফোঁটা উপলক্ষে যে মুনাফা হওয়ার আশা ছিল তাও অনেকটাই বিলীন হয়ে এসেছে। সকাল থেকে অধিকাংশ বিক্রেতারা দোকান সাজিয়ে বসে ছিলেন বিক্রির উদ্দেশ্যে। তবে আশানুরূপ বিক্রি না হওয়ার কারণে চিন্তার ভাজ ফুটে উঠেছে বিক্রেতাদের কপালে।
advertisement

বাজারে প্রচুর পরিমান সবজির কাঁচামাল থেকে শুরু করে এসেছে প্রচুর পরিমাণ মাছ। সব মিলিয়ে ভাইফোঁটার জন্য বাজারের সকল বিক্রেতারা রীতিমত প্রস্তুত ছিলেন। তবে সেই অনুযায়ী বিক্রি না হওয়ার কারণে কিছুটা হলেও দুশ্চিন্তায় রয়েছেন তারা। বাজারের কয়েকজন মৎস্য ব্যবসায়ী জানান, "আজকের বাজারে ভাইফোঁটা উপলক্ষে প্রচুর নতুন নতুন মাছের আমদানি করা হয়েছে। ইলিশ, চিতল, ভেটকি, চিংড়ি পাবদা এই সকল মাছ পর্যাপ্ত পরিমাণে মজুদ করে রাখা হয়েছে। তবে সকাল থেকে বাজারে প্রচুর মানুষ ভিড় জমালেও বিক্রির পরিমাণ খুব একটা নেই। এবছর যে আশা করা হয়েছিল ভাইফোঁটায় বিক্রির পরিসংখ্যান বাড়বে। সেই আশা মনে হচ্ছে আশাই রয়ে যাবে।"

advertisement

আরও পড়ুনঃ কচ্ছপকূলের বেহাল দশা! চিন্তায় বন দফতরের আধিকারিকেরা

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা হলেও বিক্রির পরিসংখ্যান বাড়বে এমনটাই মনে করছেন বিক্রেতা তাদের একাংশ। সকাল থেকে যে সমস্ত বিক্রেতারা দোকান সাজিয়ে বসেছিলেন। তারাও দিনের শেষ বেলার বিক্রির জন্য আশাবাদী হয়ে রয়েছেন। মৎস্য ব্যবসায়ীদের পাশাপাশি বাজারের সবজি বিক্রেতাদের বিক্রির পরিমাণও একই রকম রয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ ভাইফোঁটা উপলক্ষে নিত্য নতুন মিষ্টির সম্ভার জেলায়!

এক সবজি বিক্রেতা আইজুল মিয়া বলেন, "সকাল থেকেই দোকান সাজিয়ে বসে রয়েছি। দু-একজন গ্রাহক এসে জিনিসপত্র কিনেছে। তবে ভাই ফোঁটা উপলক্ষে যে ভিড় হওয়ার আশা ছিল। তা মনে হচ্ছে বছর আসাই রয়ে গেল।" দু'বছর বাদে করোনার পরবর্তী সময়ে, এবছর ভাইফোঁটার বাজার কিছুটা হলেও উর্ধ্বমুখী হওয়ার আশা ছিল। তবে সেই আশা সম্পূর্ণ না হওয়ার কারণে কিছুটা হলেও দুশ্চিন্তায় রয়েছেন বিক্রেতাদের একাংশ।

advertisement

 

 

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ভাইফোঁটার দিনেও মন্দার বাজার! দুশ্চিন্তায় বিক্রেতাদের একাংশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল