Cooch Behar News: কচ্ছপকূলের বেহাল দশা! চিন্তায় বন দফতরের আধিকারিকেরা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
জেলা শহর কোচবিহারে দুর্লভ প্রজাতীর এক ধরণের কচ্ছপ দেখতে পাওয়া যায়। এই কচ্ছপ গুলি মূলত সফট শেল কচ্ছপ। জেলা সর্বত্র এদের দেখতে পাওয়া গেলেও। মূলত কোচবিহারের বানেশ্বর এলাকায় এদের বেশী পরিমাণে দেখতে পাওয়া যায়।
#কোচবিহার : জেলা শহর কোচবিহারে দুর্লভ প্রজাতীর এক ধরণের কচ্ছপ দেখতে পাওয়া যায়। এই কচ্ছপ গুলি মূলত সফট শেল কচ্ছপ। জেলা সর্বত্র এদের দেখতে পাওয়া গেলেও। মূলত কোচবিহারের বানেশ্বর এলাকায় এদের বেশী পরিমাণে দেখতে পাওয়া যায়। বানেশ্বর শিব মন্দিরের পাশেই যে দিঘি রয়েছে। তার মধ্যে এই কচ্ছপ গুলিকে সংরক্ষণ করে রাখা হয়েছিল। এদের এলাকার মানুষেরা মোহন রূপে পুজোও করে থাকে। তবে বেশ কিছুদিন ধরে এই কচ্ছপগুলোর মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। বারংবার তারা জল থেকে উঠে আসছিল মাটির মধ্যে।
তাদের প্রাথমিক পর্যবেক্ষণ করে দেখা গেছে তাদের নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে এবং গায়ের চামড়া উঠে যাচ্ছে। গোটা বিষয়টি নিয়ে মোহন গুলিকে সঠিক চিকিৎসা করাতে এগিয়ে আসে কোচবিহারের একটি বেসরকারি সংস্থা স্পোর। তারা প্রথমদিন এই বানেশ্বর শিব দিঘী থেকে মোট পাঁচটি অসুস্থ কচ্ছপকে উদ্ধার করে। পরে তারা আরও দুটি কচ্ছপকে উদ্ধার করে। এই সকল উদ্ধার করা কচ্ছপগুলোকে সঠিক চিকিৎসার জন্য পাঠানো হয়।
advertisement
আরও পড়ুনঃ ভাইফোঁটা উপলক্ষে নিত্য নতুন মিষ্টির সম্ভার জেলায়!
তবে দুঃখের বিষয় এদিন চিকিৎসা চলাকালীন একটি কচ্ছপ মারা যায়। এছাড়াও বাকি কচ্ছপগুলির অবস্থাও বেশ আশঙ্কাজনক। এই সমস্ত ঘটনার পাশাপাশি আবারও দুটি কচ্ছপ বানেশ্বর এলাকায় রাস্তার উপর গাড়ি চাপা পড়েছে। একটি কচ্ছপের মাথার উপর দিয়ে গাড়ির চাকা চলে গিয়েছে। এবং সেটিকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এছাড়া অন্যটি এতটাই ছোট ছিল যে সেটি ঘটনা স্থলেই মারা যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে আগুন! তীব্র চাঞ্চল্য মাথাভাঙ্গায়
সব মিলিয়ে কোচবিহার জেলার দুর্লভ প্রজাতির সফট শেল কচ্ছপের একের পর এক মৃত্যুর ঘটনায় রীতিমতো চিন্তায় রয়েছে বনদপ্তরের আধিকারিকেরা। বনদপ্তরের সূত্রে জানানো হয়েছে, "মৃত কচ্ছপটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কেন কচ্ছপটি মারা গেল, এবং কচ্ছপটির কোন রোগ ছিল কিনা গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে। দুর্লভ প্রজাতির এই কচ্ছপ গুলি একের পর এক এই ভাবে মারা যাওয়ার ফলে বিষয়টি সত্যিই গুরত্বপূর্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে বন দফতরের কাছে।"
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
First Published :
October 27, 2022 7:28 PM IST