রাজু সরকার জানান, “কম বেশি প্রায় প্রতিদিন একপ্রকার নেশার বশেই মাছ ধরতে ভালবাসেন তিনি। ছোট থেকে বড় প্রায় সকল ধরনের মাছ তিনি ধরেছেন তাঁর বড়শি দিয়ে। তবে এদিনের এই মাছটি ধরার অনুভূতি একেবারেই আলাদা ছিল তাঁর কাছে। মাছটিকে বঁড়শিতে তোলার পর যখন জল থেকে তুলে আনেন। তখন তিনি রীতিমত চমকে গিয়েছিলেন। প্রথমে মাছটিকে চিনতেই পারেননি তিনি। তারপর এলাকার কিছু মানুষ তাঁকে জানান এই মাছটির নাম বান মাছ। স্থানীয় মানুষেরা এই মাছটিকে বামা মাছ বলেই জানে। তবে প্রায় ৩ কেজি ওজনের এই প্রকাণ্ড মাপের মাছটি দেখতে অনেকটাই বিরাট বড় মাপের সাপের মতন। তাই প্রথম অবস্থায় এই মাছটিকে দেখে যে কেউ ভয় পেয়ে যাবেন নিশ্চিত।”
advertisement
আরও পড়ুন: জন্মাষ্টমীতে তুলসি পাতা ব্যবহার করুন এই নিয়মে! শ্রীকৃষ্ণের দয়ায় ফিরবে ভাগ্য!
এই মাছটি দেখতে পুরো ইল মাছের মতো হয়। তাই এর নাম বেঙ্গল ইল। রং হয় কালো-সবুজ এবং বেগুনি আভা এবং গাঢ় দাগযুক্ত। এটি ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং নিউ গিনির মতো দক্ষিণ এশিয়ার দেশগুলিতে পাওয়া যায়। তবে স্থানীয় মানুষেরা এই মাছকে শরীরের জন্য বেশ উপকারী হিসেবে মনে করেন। তাই বর্তমান সময়ে এই মাছ খুব একটা চোখে পড়ে না।
Sarthak Pandit