TRENDING:

Sikkim Flash Floods: বাংলাদেশ সীমান্তে নদীচরে আটকে ভারতীয় সেনার দেহ! সিকিমে বন্যার পরেই নিখোঁজ ছিলেন

Last Updated:

Sikkim Flash Floods: কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তের কুচলিবাড়ি এলাকার তিস্তা নদী থেকে উদ্ধার করা হল দুই সেনা জওয়ানের দেহ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেখলিগঞ্জ: কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তের কুচলিবাড়ি এলাকার তিস্তা নদী থেকে উদ্ধার করা হল দুই সেনা জওয়ানের দেহ। দুটি দেহর মধ্যে একটি দেহ বাংলাদেশের সীমান্ত লাগোয়া নদীর চরে আটকে ছিল। সেটি কুচলিবাড়ি লাগোয়া বাংলাদেশের তিস্তার চরে উদ্ধার করে বিজিবি। সেখান থেকে ফ্ল্যাগ মিটিংয়ে করার মাধ্যমে দেহটিকে ভারতে নিয়ে আসেন বিএসএফ জওয়ানরা।
সিকিমে বন্যার পরেই নিখোঁজ ছিলেন
সিকিমে বন্যার পরেই নিখোঁজ ছিলেন
advertisement

অন্য দেহটি উদ্ধার করা হয় কুচলিবাড়ি সীমান্ত লাগোয়া ফকতের চর থেকে। দেহ দুটি কুচলিবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে। বিএসএফ সূত্রে জানতে পারা গিয়েছে, ওই দুই জওয়ান সিকিমে হড়পা বানে নিখোঁজ সেনার ৩৩ কোরের অধীনে নিযুক্ত ছিলেন। দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান সেনা আধিকারিকরা। তাঁরা দেহ শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন।

advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, মেঘভাঙা বৃষ্টির ফলে মঙ্গলবার গভীর রাতে উত্তর সিকিমের চুংথাংয়ে দক্ষিণ লোনাক হ্রদে ব্যাপক জলস্ফীতি হয়। যার জেরে হ্রদের বাঁধ ভেঙে যায় আচমকাই। এর জেরে হড়পা বান দেখা দেয় তিস্তায়। তিস্তার জলের তোড়ে সিকিমে ভেসে যায় সেনা ছাউনি। ২৩ জন জওয়ান এবং সেনার ৪২টি গাড়ি ভেসে যায় সেই হড়পা বানে। পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, এদিন কুচলিবাড়ি এলাকায় তিস্তা নদী থেকে দুই জওয়ানের দেহ উদ্ধার করা হয়।

advertisement

আরও পড়ুন, বিয়ের আগে মা হন মহিলারা, বদলাতে পারেন সঙ্গীও! ভারতের এই জায়গায় রয়েছে অদ্ভুত রীতি

আরও পড়ুন, সোনা জয়ের হ্যাটট্রিক ভারতের, তিরন্দাজিতে মেয়েদের পর ছেলেদের পদক জয়

ময়নাতদন্তের পর দেহ দুটি সেনার হাতে তুলে দেওয়া হবে। দুজনে আর্মির ৩০ কোরের অধীনে কনস্টেবল এবং হাবিলদার পদে নিযুক্ত ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান একাধিক আর্মি জওয়ান। তাঁরা দেহটিকে সনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Sikkim Flash Floods: বাংলাদেশ সীমান্তে নদীচরে আটকে ভারতীয় সেনার দেহ! সিকিমে বন্যার পরেই নিখোঁজ ছিলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল