সোনা জয়ের হ্যাটট্রিক ভারতের, তিরন্দাজিতে মেয়েদের পর ছেলেদের পদক জয়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Compound Archery Gold: একই দিনে তিনটি সোনা ভারতের ঝুলিতে। এশিয়ান গেমসে দাপট ভারতীয়দের।
হাংঝউ: কমপাউন্ড তিরন্দাজিতে ভারতের মহিলা দলের পর ছেলেরাও জিতল সোনা। বৃহস্পতিবার ভারতের সোনা জয়ের হ্যাটট্রিক হল। এই নিয়ে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ৮৪।
ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২৩৫-২৩০ পয়েন্টে হারাল ভারতীয় দল। তার আগে আজই ভারতীয় মহিলা দল চাইনিজ তাইপেইকে হারায়। অদিতি গোপীচাঁদ স্বামী-জ্যোতি সুরেখা-পারনীত কাউরদের দল ভারতকে সোনা জেতান। তার পর অভিষেক বর্মা, ওজাস দেওটালে এবং প্রথমেশ সমাধানের দলও দেশকে কম্পাউন্ড তিরন্দাজিতে সোনা জেতালেন।
আরও পড়ুন- স্কোয়াশেও দুরন্ত ভারত, সোনা জিতলেন দীপিকা পাল্লিকল ও হরিন্দর পাল
পিভি সিন্ধুর মতো ব্যাডমিন্টন তারকার থেকে সোনার পদকের আশা করেছিল গোটা দেশ। তবে তাঁর ব্যর্থতার দিনে ভারতীয়দের মুখে হাসি ফোটাল তিরন্দাজি দল। ছেলে ও মেয়েদের দল জিতল সোনা। একই দিনে সোনা জয়ের হ্যাটট্রিক হল ভারতের।
advertisement
advertisement
আরও পড়ুন- কমপাউন্ড তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগে সোনা জয় ভারতের
২০২৩ সালটা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সোনার হরফে লেখা থাকবে। চলতি এশিয়ান গেমসে রেকর্ড সংখ্যক পদক জিতেছে ভারতীয় দল। এখনও ইভেন্ট বাকি। ফলে ভারতের পদকের সংখ্যা বাড়ার সম্ভাবনা প্রবল। এখনও পর্যন্ত এবারের এশিয়ান গেমসে ২১টি সেনা জিতেছে ভারত। সোনা জয়ের সম্ভাবনা প্রবল স্কোয়াশে সৌরভ ঘোষালের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2023 3:05 PM IST