Asian Games 2023: স্কোয়াশেও দুরন্ত ভারত, সোনা জিতলেন দীপিকা পাল্লিকল ও হরিন্দর পাল

Last Updated:

Asian Games 2023 Dipika Pallikal and Harinder Pal won Gold Medal in Squash Mixed Doubles: বৃহস্পতিবার সকাল সকাল মহিলাদের তিরন্দাজিতে প্রথম সোনা জেতে ভারত। আর বেলা গড়াতে না গড়াতেই এব দিনের দ্বিতীয় সোনা। এবার সোনা এল স্কোয়াশে মিক্সড ডাবলসে। মালেশিয়ার প্রতিপক্ষকে হারিয়ে সোনা জিতলেন দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল।

স্কোয়াশে সোনা জয়
স্কোয়াশে সোনা জয়
বৃহস্পতিবার সকাল সকাল মহিলাদের তিরন্দাজিতে প্রথম সোনা জেতে ভারত। আর বেলা গড়াতে না গড়াতেই এব দিনের দ্বিতীয় সোনা। এবার সোনা এল স্কোয়াশে মিক্সড ডাবলসে। মালেশিয়ার প্রতিপক্ষকে হারিয়ে সোনা জিতলেন দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল। তাদের হাত ধরেই এশিয়ান গেমসে ২০তম সোনা এল ভারতের ঝুলিতে। খেলার ফল ১১-১০, ১১-১০।
ফাইনালে মালেশিয়ার প্রতিপক্ষ আজমান আইফা এবং মহম্মদ কামালের বিরুদ্ধে কঠিন লড়াই হবে তা আগেই বোঝা গিয়েছিল। তবে এমন রুদ্ধশ্বাস লড়াই হবে সেটা কল্পনাও করা যায়নি। দুটি সেটেরই পয়েন্টের ব্যবধান মাত্র ১। ফাইনালে দুই দল নিজেদের সেরাটা দেয়। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে ভারতীয় জুটি। সোনা জয়ের পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল।
advertisement
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে ভারতের প্রথম পদক আসে কমপাউন্ড তিরন্দাজির মহিলাদের দলগত বিভাগে। ফাইনালে ভারতের মূলত লড়াই ছিল চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত খেলার ফল ২৩০-২২৯। ১ পয়েন্টের ব্যবধানে সোনা জেতেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পারনীত কৌররা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: স্কোয়াশেও দুরন্ত ভারত, সোনা জিতলেন দীপিকা পাল্লিকল ও হরিন্দর পাল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement