Asian Games 2023: কমপাউন্ড তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগে সোনা জয় ভারতের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asian Games 2023: এশিয়ান গেমসে ভারতের দুরন্ত ছন্দ অব্যাহত। বৃহস্পতিবার সকাল সকাল এল ভারতের ঝুলিতে। এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনা এল কমপাউন্ড তিরন্দাজির মহিলাদের দলগত বিভাগে। এই বিভাগে সোনা আসতে পারে তা আগে থেকেই প্রত্যাশিত ছিল। সোনা জিতলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পারনীত কৌর।
এশিয়ান গেমসে ভারতের দুরন্ত ছন্দ অব্যাহত। বৃহস্পতিবার সকাল সকাল এল ভারতের ঝুলিতে। এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনা এল কমপাউন্ড তিরন্দাজির মহিলাদের দলগত বিভাগে। এই বিভাগে সোনা আসতে পারে তা আগে থেকেই প্রত্যাশিত ছিল। সোনা জিতলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পারনীত কৌর।
ফাইনালে ভারতের মূলত লড়াই ছিল চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও লিড নিতে পারেনি ভারত। প্রথম সেটের ফল ৫৬-৫৪। তবে দ্বিতীয় সেটে ভারত কামব্যাক করে। ৫৮-৫৫ ব্যবধানে দ্বিতীয় সেটে জেতে ভারত। ১ পয়েন্টের লিড নেয় জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পারনীত কৌররা। তৃতীয় সেট ৬০-৫৯ ব্যবধানে ভারতে হারিয়ে দেয় চাইনিজ তাইপেই।
advertisement
🎯🥇GOLDEN GIRLS🥇🎯#KheloIndiaAthletes Aditi, @VJSurekha, and @Parrneettt add another Gold to India’s medal tally after defeating Chinese Taipei by a scoreline of 230-229🤩🎯
What a thrilling final 💪 Our Indian Archery contingent is truly shining bright, clinching their 2nd… pic.twitter.com/NtTiqO37aY
— SAI Media (@Media_SAI) October 5, 2023
advertisement
advertisement
তৃতীয় সেট হারের পর চাপ বাড়ে ভারতীয় দলের উপর। সোনা জেতার জন্য চতুর্থ সেট জিততেই হত ভারতকে। শেষ সেটে চোয়াল চাপা লড়াই করে শেষ সেট ভারতীয় দল জেতে ৫৯-৫৮ পয়েন্টে। শেষ পর্যন্ত একেবারের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ১ পয়েন্টে এগিয়ে থেকে সোনা জয় নিশ্চিৎ করে ভারতীয় দল। খেলার ফল ২৩০-২২৯।
advertisement
বুধবার এশিয়ান গেমসে ভারতের মোট গোল্ড মেডেলের সংখ্যা ছিল ১৮। বৃহস্পতিবার সকাল সকাল সেই সংখ্যা ১৯ করল জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পারনীত কৌররা। সোনা জয়ের পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতী। মহিলা তিরন্দাজ দল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2023 1:23 PM IST