নিউটাউন ইউনিট এর সেক্রেটারি অভিষেক সিংহ রায় বলেন, \"এবছর আমাদের ৫৪ তম বছর দুর্গোৎসব সেজন্য আমরা বিশেষভাবে প্রকৃতিবান্ধব একটি থিম নিয়ে আসতে চলেছি কোচবিহারবাসীর সামনে। গত দুবছর আমরা কম বাজেটের পুজো করেছিলাম। তবে এ বছর আমাদের বাজেট অনেকটাই বেশি। আশা করছি আমাদের এবছর করা থিম 'পাখিদের বাঁচানোর আর্তি' সকলের মন ছুঁয়ে যাবে।
advertisement
আরও পড়ুনঃ বেহাল অবস্থা বিধায়কের তহবিল থেকে কেনা অ্যাম্বুলেন্সের!
নবদ্বীপের শিল্পীদের দিয়ে তৈরি করা হচ্ছে পুজো প্যান্ডেল এবং কোচবিহার কাকরিবাড়ি অঞ্চলের মৃৎ শিল্পীরা প্রতিমা তৈরি করবেন।\" নিউটন ইউনিটের এই খুঁটি পুজোতে এই এলাকার প্রায় সমস্ত বাসিন্দারাই স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে যোগদান করেছিলেন। এলাকার পুজোর প্রস্তুতি পর্বের শুরুর দিন থেকে সবাই আসন্ন দুর্গা পুজার আনন্দটি সবাই মিলে ভাগ করে নিতে চান।
আরও পড়ুনঃ স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তিতে হকি টুর্নামেন্ট কোচবিহারে
এলাকার একজন স্থানীয় বাসিন্দা মিলি রায় বলেন, \"পাড়ার পুজোর আরম্ভ হয়ে গেল সত্যিই খুব ভালো লাগছে। এ বছর প্রকৃতিবান্ধব থিম নিয়ে তারা পূজা মন্ডপ তৈরি করতে চলেছে। ভাবতে বেশ ভালো লাগছে যে পুজোর আর বেশি দিন বাকি নেই। পাড়ার পুজোতে যে আনন্দ বা মজা হয় সেটা কোনভাবেই মিস করতে চাই না। তাই পাড়ার পূজোয় আমি সবসময় যোগদান করে থাকি।\"
Sarthak Pandit