আরও পড়ুন: সরকারি হাসপাতালের নোংরা জল পাড়ার ড্রেন দিয়ে বয়ে যাচ্ছে! দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা
কোচবিহার শহরের এই ভাঙন সমস্যা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রশিদ মিঁয়া জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় কোন নদী বাঁধ তৈরি হয়নি। তাই নদীর জল কমা শুরু হতেই ভাঙন সমস্যা তীব্র আকার ধারণ করেছে। তিনি জানান এবার ভাঙনের মাত্রা অন্যান্য বাড়ির থেকে অনেকটাই বেশি। আর তাই স্থানীয় বাসিন্দারা আরও বেশি ভয় পাচ্ছে। এই অবস্থায় দ্রুত নদীতে বাঁধ দেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা।
advertisement
এদিকে যাতায়াতের জন্য স্থানীয়রাই নিজেরা উদ্যোগ নিয়েই নদীর উপর একটি সেতু তৈরি করেছিলেন। কিন্তু ভাঙনের জেরে সেই সেতুটিও যেকোনও মুহুর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা। তবে গোটা বিষয়টি নিয়ে একপ্রকার মুখে কুলুপ এঁটেছেন জেলা প্রশাসনের কর্তারা। সকলেরই বক্তব্য, তাঁরা এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারবেন না। যা বলার বা করার তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করবে।
সার্থক পণ্ডিত