কালিরপাট মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে বুথ নং ৬/২৭৬ এর অনিতা সাহা বিজেপির প্রার্থী, ঊষা রানী বর্মন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বাবলি পাল দাস সিপিআইএমের প্রার্থী।
আরও পড়ুন – Viral Video: ট্রেন লাইনে নেমে গেছে মানুষজন, হুড়মুড়িয়ে ঠেলা হচ্ছে ট্রেন, না দেখলে বিশ্বাস হবে না
এই তিন প্রার্থী একসাথে বুথ কেন্দ্রের মাঠের মধ্যে বসে গল্পে মেতে উঠেছেন। যদিও এই বুথের মধ্যেই গত শনিবার নির্বাচন চলাকালীন সময়ে একদল দুষ্কৃতীদের আক্রমণে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তবে পুনঃনির্বাচনের দিন সকাল থেকেই এখানে মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তাই এদিন আর কোন অশান্তির ছবি চোখে পড়েনি এই বুথের মধ্যে।
advertisement
তিন প্রার্থী একসাথে জানান, “ভোট প্রক্রিয়া শান্তিপূর্ন ভাবে চলুক এটাই সকলের কাম্য। তাঁরা তিনজন একই এলাকার প্রার্থী। তবে প্রার্থী হওয়ার আগে থেকেই তাঁরা সকলে একে অপরের প্রতিবেশী ও মানুষ। তাই ভোটের ময়দানে সাধারণ মানুষ যাকে পছন্দ করবেন তাঁকেই ভোট দেবেন। এরমধ্যে অশান্তির বা ঝামেলার কোন জায়গা নেই। তাই সকলে মিলে একসাথে গাছ তলায় বসে গল্প করছেন তাঁরা।” তবে এলাকার সাধারণ মানুষ তিন ভিন্ন দলের প্রার্থীর একসাথে বসে গল্প করার বিষয়টি বেশ উপভোগ করছেন। এবং লম্বা বুথের মধ্যে ভোটারদের লম্বা লাইন রয়েছে।
Sarthak Pandit