কোচবিহার মদন মোহন বাড়ির গুগল ম্যাপ লিঙ্ক:
advertisement
কোচবিহারের মদনমোহন বাড়িতে, রাজ আমলের রীতি প্রথা এবং ঐতিহ্য মেনেই করা হচ্ছে রথ। ভক্তদের রথের দড়ির টানে মদনমোহন যাচ্ছেন তার মাসির বাড়িতে। আর মূলত সে কারণেই কোচবিহার মদনমোহন বাড়ি চত্বরে ভিড় করেছেন প্রচুর দর্শনার্থী। কোচবিহার মদন বাড়ি থেকে মদনমোহন ঠাকুর যাবেন কোচবিহার ডাঙর আই ঠাকুরবাড়িতে। এই ডাংর আই ঠাকুরবাড়ি মূলত মদনমোহনের মাসির বাড়ি হিসেবে পরিচিত।
কোচবিহার মদনমোহন মাসির বাড়ির গুগল ম্যাপ লিঙ্ক :
এছাড়া আজ রয়েছে কোচবিহারের মাথাভাঙ্গা মহকুমা শহরের মদনমোহন ঠাকুর বাড়ির রথ। আজ এখানেও রথে করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা যাবেন তাদের মাসির বাড়িতে। কোচবিহার মদনমোহন বাড়ির পাশাপাশি এখানেও লক্ষ্য করা যাচ্ছে বিপুলসংখ্যক দর্শনার্থীদের। এখানেও দু'বছর পর করোনা বিধি মেনেই রথ উৎসব পালন করা হচ্ছে।
মাথাভাঙ্গা মদনমোহন মন্দিরের গুগল ম্যাপ লিঙ্ক :
এই দৃশ্যের অন্যথায় হচ্ছে না কোচবিহারের অন্যান্য মহকুমা শহরগুলিতেও। কোচবিহারের সমস্ত মহকুমা শহরগুলিতে রথযাত্রা উপলক্ষে দর্শনার্থীদের উত্তেজনার পারদজনক ক্রমশ বেড়েই চলেছে। কুচবিহারের পাশাপাশি সমস্ত জায়গায় এই রথের মেলা উপলক্ষে চলবে সাত দিন ধরে মেলা। আর এই মেলা গুলিতে শুধুমাত্র স্থানীয় বাসিন্দারা নয় বাইরে থেকেও প্রচুর পর্যটক এসে ভিড় করেন।
আরও পড়ুনঃ রেলের ইতিহাস থেকে খুঁটিনাটি জানতে ঘুরে আসুন কোচবিহারের এই রেল মিউজিয়ামে
তবে দীর্ঘ দু'বছরের করোনা কাল অতিক্রম করার পর সাধারণ মানুষের মধ্যে এই রথের মেলা নিয়ে যেন এক আলাদাই উত্তেজনা কাজ করছে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ভক্তদের দড়ির টানেই এবছর কোচবিহারের সমস্ত রথের চাকা গড়াবে মাসির বাড়ির উদ্দেশ্যে।
Sarthak Pandit





