পুজোর মধ্যে মাথাভাঙায় চুরি! সোনা-রুপোর জিনিস নিয়ে পালিয়েও লাভ হল না, কয়েকদিনের মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত

Last Updated:

Cooch Behar News: পুজোয় ঘুরতে বেরিয়েছিলেন ভগীরথ মাহাতো। সেই সুযোগে বাড়িতে ঢুকে সোনা ও রুপোর সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী।

অভিযুক্ত গ্রেফতার
অভিযুক্ত গ্রেফতার
মাথাভাঙা, কোচবিহার, রাজেশ দাশঃ পুজোয় ঘুরতে বেরিয়েছিলেন। সেই সময় বাড়ি ফাঁকা করে দেয় চোর। গত ১ অক্টোবর কোচবিহারের মাথাভাঙা শহরের ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছিল। এবার এই চুরির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
দুর্গাপুজোর সময় রাজ্যজুড়ে থাকে উৎসবের আমেজ। সেই আমেজে মেতে উঠেছিলেন মাথাভাঙার ভগীরথ মাহাতোও। জানা গিয়েছে, গত ১ অক্টোবর পুজোয় ঘুরতে বেরিয়েছিলেন শহরের ৭ নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা। সেই সময় তাঁর বাড়িতে ঢুকে সোনা ও রুপোর সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী।
আরও পড়ুনঃ কৃষকদের মুশকিল আসান! এবার ড্রোনের সাহায্যেই কৃষিজমিতে হবে ‘এই’ কাজ, বাঁচবে সময়ও! দিশা দেখাচ্ছেন বর্ধমানের চাষি
এরপর ২ তারিখ মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। এই চুরি কাণ্ডে শুভজিৎ বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করে মাথাভাঙা থানার পুলিশ। যুবককে গ্রেফতারের পাশাপাশি সোনা ও রুপোর সামগ্রীও উদ্ধার করা হয়।
advertisement
advertisement
দুর্গাপুজোর সময় হইচই করেই কাটায় অধিকাংশ বাঙালি। ঠাকুর দেখা, প্যান্ডেলে-প্যান্ডেলে ঘোরা, বাইরে খাওয়াদাওয়া- এসব করেই কেটে যায় গোটা দিন। মাথাভাঙার ভগীরথ মাহাতোও গত ১ অক্টোবর পুজোয় ঘুরতে বেরিয়েছিলেন। সেই সুযোগে তাঁর বাড়ি থেকে মূল্যবান জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। সপ্তাহ দুয়েক হতে না হতেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পুজোর মধ্যে মাথাভাঙায় চুরি! সোনা-রুপোর জিনিস নিয়ে পালিয়েও লাভ হল না, কয়েকদিনের মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement