TRENDING:

Indian Railways: অযথা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট নয়! এবার উত্তরবঙ্গের ২ স্টেশনে বসল ATVM, মিলবে অনেক সুবিধা

Last Updated:
এই অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে যাত্রীরা প্লাটফর্ম টিকিট দ্বিতীয় শ্রেণীর কামরায় যাত্রার টিকিট খুব সহজেই পেয়ে যাবেন। স্টেশনে টিকিট কাউন্টারে লম্বা লাইন দিতে হবে না তাদের।
advertisement
1/5
অযথা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট নয়! এবার উত্তরবঙ্গের ২ স্টেশনে বসল ATVM, মিলবে অনেক সুবিধা
যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিল উত্তর-পূর্ব রেল। আলিপুরদুয়ার ডিভিশনের পক্ষ থেকে আলিপুরদুয়ার জংশন স্টেশনে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বসানো হল। আলিপুরদুয়ার জংশনের পাশাপাশি নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে বসেছে এই মেশিনটি। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
এই অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে যাত্রীরা প্লাটফর্ম টিকিট দ্বিতীয় শ্রেণীর কামরায় যাত্রার টিকিট খুব সহজেই পেয়ে যাবেন। স্টেশনে টিকিট কাউন্টারে লম্বা লাইন দিতে হবে না তাদের। আলিপুরদুয়ার ডিভিশনের পক্ষ থেকে নেওয়া এই পদক্ষেপ অনবদ্য সিদ্ধান্ত বলে জানান যাত্রীরা।
advertisement
3/5
মঙ্গলবার রাতে বসানো হয় এই মেশিনটি আলিপুরদুয়ার জংশনে। জানা গিয়েছে, টিকিট কাটার পর কিউআর কোড এবং স্মার্ট কার্ডের মাধ্যমে টাকা দেওয়া যাবে। যেসব যাত্রীর সিজন টিকিট নেওয়া থাকে তারা এই মেশিনের মাধ্যমে তার রিনিউ করতে পারবেন।
advertisement
4/5
উত্তর-পূর্ব ভারতে প্রবেশের ক্ষেত্রে আলিপুরদুয়ার জংশন এই স্টেশনটির গুরুত্ব অপরিসীম। শিলিগুড়ি জংশনের পর আলিপুরদুয়ার জংশন উন্নত করে তোলা হচ্ছে। এই মেশিনটি বসানোর পর আধুনিক হওয়ার পথে একধাপ এগিয়ে গেল স্টেশনটি।
advertisement
5/5
এই মেশিনটি বসার পর থেকে যাত্রীরা নিজেরাই টিকিট কেটে ট্রেনের সফর শুরু করেছেন। টিকিট কাউন্টারেও ভিড় কম দেখা গিয়েছে। মূলত টিকিট রিজার্ভেশন পরিষেবা সঠিক রাখার জন্য এই উদ্যোগ। (ছবি ও তথ্য: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Indian Railways: অযথা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট নয়! এবার উত্তরবঙ্গের ২ স্টেশনে বসল ATVM, মিলবে অনেক সুবিধা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল