কলকাতা: বহু প্রতীক্ষিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) এর উদ্বোধন৷ বৃহস্পতিবার কলকাতার বুকে শুরু হবে সিনেমার উৎসব৷ ১৯৬১ সালের ক্লাসিক “সতপদী” প্রদর্শনের মাধ্যমে শুরু হবে উৎসব। ১৪৯ মিনিটের এই কালো ও সাদা বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন অজয় কর। আলিপুরের ধনা ধান্য অডিটোরিয়ামে বিকেল ৪টায় উৎসবের উদ্বোধন হবে। এই বছর পোল্যান্ড সবচেয়ে আলোচিত দেশ, যেখানে ১৯টি পোলিশ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিনহা, এবং সৌরভ গঙ্গোপাধ্যায়৷ এই উৎসবটি চলচ্চিত্র কিংবদন্তি ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী এবং রিচার্ড বার্টনের জন্মশতবার্ষিকীও উদযাপন করবে। ঋত্বিক ঘটকের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসাবে, উৎসবে ‘আয়ন্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘বারি তে পালে’, ‘কোমল গান্ধার’ এবং ‘তিতাস এক নদীর নাম’ সহ তাঁর বিখ্যাত চলচ্চিত্রগুলি প্রদর্শিত হবে।
দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সরব সুকান্ত৷ নবদ্বীপে কনভয়ে হামলার অভিযোগে উত্তেজনা৷ সুকান্তর কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ৷ সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা!
কলকাতা বিমানবন্দর থেকে উধাও বাঁদর৷ ভিনদেশ থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছিল। শুল্ক দফতরের সন্দেহ হলে তল্লাশি করতে যায় তখনই পালিয়ে যায়৷ ৬০ঘণ্টা ধরে তল্লাশি অভিযান করেও ব্যর্থ৷ দীর্ঘ ৬০ ঘণ্টার বেশি তল্লাশি চালিয়ে বানরের কোন খোঁজ পাওয়া যায়নি৷ মনে করা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে কোনও ঝোপের মধ্যে জঙ্গলে ঢুকে গিয়েছে বাঁদর৷
সাড়ে সাত হাজার কাশির সিরাপ সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল কোচবিহার কোতয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার -১ ব্লকের ধলুয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। ধৃতের নাম রাজু মিয়া। সে গাড়ির ড্রাইভার। ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ।
স্কুলে বসেই SIR-এর ফর্ম বিলি! বিএলওর বিরুদ্ধে সরব বিরোধীরা। পানিহাটির ১৮ নম্বর ওয়ার্ডের ঘটনায় চাঞ্চল্য। বেসরকারি স্কুলে বসে SIR ফর্ম বিলির অভিযোগ।
SIR প্রক্রিয়ায় রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্প “সমব্যথী” কর্মসূচির সহযোগিতা নিচ্ছে নির্বাচন কমিশন। এস আই আর প্রক্রিয়ায় মৃত ভোটার খুঁজতে নির্বাচন কমিশন এই প্রকল্পের সহযোগিতা নিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে। মূলত শ্মশানে দাহ করতে এই কর্মসূচির অধীনে ২০০০ টাকা করে দেওয়া হয়। আগামী ১০ দিনের মধ্যে মৃত ভোটারের তালিকা তৈরি করতে নির্দেশ জেলায় জেলায় জেলা জেলাশাসকদের। খসড়া তালিকায় যেন কোন মৃত ভোটার না থাকে তার নিশ্চিত করতে হবে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের। তার জন্য শ্মশান ঘাট, বিভিন্ন কবর দেওয়ার জায়গা, সহ বিভিন্ন যে তথ্য তৈরি করা হয় পঞ্চায়েত ও বিভিন্ন স্থানীয় স্তরে সেই তথ্যের তালিকা নেওয়ার নির্দেশ কমিশনের। রাজ্য সরকারের সমব্যথী কর্মসূচির অধীনেও কতজন এই সুবিধা নিয়েছে তা দেখেও তালিকা প্রস্তুত করা যেতে পারে। জেলাশাসকদের নির্দেশ কমিশনের। শেষ কয়েক বছরের সব তথ্য এক জায়গায় তৈরি করার নির্দেশ কমিশনের। মৃত ভোটার আছে কি নেই তা নিশ্চিত করতে প্রয়োজনে ফোন কল,ভিডিও কল করে তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে এর জন্য জেলা শাসকরা জেলায় জেলায় এর জন্য আধিকারিকদের নিয়ে আলোচনা সভা করুক। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথ্য জেলাশাসকদের নির্দেশ নির্বাচন কমিশনের।
আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদির। দেখুন সেই ভিডিও৷ এই বৈঠকে, প্রধানমন্ত্রী মোদি ভারতীয় দলের সকল খেলোয়াড়দের সঙ্গে একে একে কথা বলেন। ভারতীয় মহিলা দলের সাফল্যে তিনি খুবই খুশি তা তাঁর কথায় প্রতি মুহূর্তে ফুটে উঠেছিল৷ এদিনের বৈঠকে, টিম ইন্ডিয়ার সমস্ত খেলোয়াড় নিজেদের অটোগ্রাফ করা নমোর জন্য তৈরি জার্সি প্রধানমন্ত্রীকে উপহার দেন। ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর এবং সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা প্রধানমন্ত্রী মোদির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করা ওপেনার প্রতীকা রাওয়াল পায়ে প্লাস্টার নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন৷ আলাপচারিতার সময়ে, প্রধানমন্ত্রী মোদি টিম ইন্ডিয়ার সকল ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন। তিনি ভারতীয় দলকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানান। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি ওডিআই বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারতীয় ক্রিকেট দল।
নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত জোহরান মামদানির জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণাত্মক হয়ে উঠেছেন। তিনি ঘোষণা করেছেন যে ভারতীয়-আমেরিকান এই বিজয়ী ভাষণটি “অত্যন্ত রূঢ়” এবং সতর্ক করে দিয়েছেন যে তিনি “একটি খারাপ শুরুর দিকে” যাচ্ছেন।”আমি ভেবেছিলাম এটা খুবই রুঢ় বক্তৃতা ছিল। অবশ্যই আমার প্রতি তিনি রেগে থাকবেন এটাই স্বাভাবিক, এবং আমার মনে হয় তাঁর আমার সঙ্গে ভাল ব্যবহার করা উচিত। আমি এমন একজন যাকে তাঁর কাছে আসা অনেক কিছু মেনে নিতে হয়” ট্রাম্প বলেন। বুধবার নিউ ইয়র্ক সিটির সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত এবং প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে ইতিহাস সৃষ্টিকারী মামদানি তার বিজয় ভাষণে সরাসরি রাষ্ট্রপতির সমালোচনা করেছিলেন। “তো, ডোনাল্ড ট্রাম্প, যেহেতু আমি জানি আপনি দেখছেন, তাই আপনার জন্য আমার চারটি কথা আছে: শব্দের আওয়াজ বাড়ান।”
বহু প্রতীক্ষিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) এর উদ্বোধন৷ বৃহস্পতিবার কলকাতার বুকে শুরু হবে সিনেমার উৎসব৷ ১৯৬১ সালের ক্লাসিক ‘সপ্তপদী’ প্রদর্শনের মাধ্যমে শুরু হবে উৎসব। ১৪৯ মিনিটের এই কালো ও সাদা বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন অজয় কর। আলিপুরের ধনা ধান্য অডিটোরিয়ামে বিকেল ৪টায় উৎসবের উদ্বোধন হবে। এই বছর পোল্যান্ড সবচেয়ে আলোচিত দেশ, যেখানে ১৯টি পোলিশ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিনহা, এবং সৌরভ গঙ্গোপাধ্যায়৷ এই উৎসবটি চলচ্চিত্র কিংবদন্তি ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী এবং রিচার্ড বার্টনের জন্মশতবার্ষিকীও উদযাপন করবে। ঋত্বিক ঘটকের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসাবে, উৎসবে ‘আয়ন্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘বারি তে পালে’, ‘কোমল গান্ধার’ এবং ‘তিতাস এক নদীর নাম’ সহ তাঁর বিখ্যাত চলচ্চিত্রগুলি প্রদর্শিত হবে।
শীতের শুরুতেই চোরা শিকারিদের দাপট! চোরা শিকারির গুলিতে পরিযায়ী পাখির মৃত্যু।বসিরহাটের সীমান্ত এলাকার থেকে সুন্দরবনে একই ছবি! শীতের শুরুতে সাইবেরিয়া থেকে পরিধায়ী পাখির আনাগোনা। চোরা শিকারীর হাতে বন্দুক কোমরে ধারাল অস্ত্র! ক্যামেরা দেখেই পালায় চোরা শিকারিরা।
স্বর্ণ ব্যবসায়ী খুনের আপডেট ৷ পুলিশের পক্ষ থেকে বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য৷ ব্যবসায়ীকে গত মঙ্গলবার সল্টলেক দত্তাবাদ সোনার দোকান থেকে দুটি গাড়িতে করে তোলা হয়েছিল ১২টা ৫২নাগাদ। দুপুর ১ টা ২০ নাগাদ নিউ টাউন এ বি ব্লকের ফ্ল্যাটে নিয়ে আসা হয়। ২৮ মিনিটের ব্যবধানে সল্টলেক দত্তাবাদ থেকে নিউটাউনের ফ্ল্যাটে আনা হয়েছিল সিসি ক্যামেরা ফুটেছে একেবারে স্পষ্ট ৷ বিডিও নীল বাতি গাড়ি সঙ্গে একটা ফরচুনার গাড়ি ছিল। বিডিও বাড়ির গেটের সামনে ফুটেছে আরও চঞ্চল্যকর তথ্য যে ফুটেজ বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ফ্রিজ করেছে। বিডিওর গাড়ি থেকে যখন গাড়ি থেকে নামানো হচ্ছে ব্যবসায়ীর ঘাড়ের পিছনে কলার ধরে টেনে ঢোকানো হচ্ছে ফ্লাটে এমনকি ফ্ল্যাটের বাইরে ও মারধর করা হয় ঢোকানোর সময়। সিসি ক্যামেরা ফুটেছে দেখা যাচ্ছে শুধু দুটো গাড়ি নয় আরও চারটে বাইক আসে তারা কেউ নিউ টাউন সংলগ্ন এলাকার নয় সমস্ত বাইরের নাম্বার প্লেটও বাইরের।
মেট্রো রেলওয়েতে চালু হওয়া বিভিন্ন ডিজিটাল পেমেন্ট পদ্ধতি যাত্রীদের কাছে পরিচিত করে তোলার জন্য এবং টিকিটিংয়ে ডিজিটাল লেনদেনের অংশ বৃদ্ধির জন্য ব্লু লাইন, গ্রিন লাইন, অরেঞ্জ লাইন, পার্পল লাইন এবং ইয়েলো লাইনের সকল স্টেশনে মেট্রো কর্মীদের নিয়ে আয়োজিত হল বিশেষ শিবির। এই শিবিরগুলিতে মেট্রো ব্যবহারকারীদের ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ, এইচডিএফসি স্মার্ট গেটওয়ের সঙ্গে অতিরিক্ত পেমেন্ট সুবিধা এবং গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) এবং অ্যাপ স্টোর (আইওএস) থেকে এটি কীভাবে ডাউনলোড করবেন সে সম্পর্কে সচেতন করা হয়।
বিহারে আজ বিধানসভা ভোটের প্রথম দফা। ২৪৩ আসনের মধ্যে প্রথম দফায় ভোট ১২১টিতে। নজরকাড়া কেন্দ্রের মধ্যে রয়েছে রাঘোপুর। এখানে আরজেডি প্রাথী তেজস্বী যাদব। মহুয়া আসনে লড়ছেন তেজস্বীর দাদা তেজপ্রতাপ। বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী লড়ছেন তারাপুর আসন থেকে। এই দফাতেই ভোট হবে আলিনগর আসনে। এখানে বিজেপির টিকিটে লড়ছেন লোকসংগীত শিল্পী মৈথিলি ঠাকুর। উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় কুমার সিনহা প্রার্থী হয়েছেন লাখিসরাই কেন্দ্রে।
এগরায় আদালত ও আবাসনের জন্য জমি বরাদ্দ। পূরণ হতে চলেছে এগরাবাসীর ২ দশকের আবেদন। এগরায় আদালত ভবন তৈরির জন্য জমি হস্তান্তর। খাড় মৌজার প্রায় ১.৪৫ একর জমি দিয়েছে পুরসভা। বিচারক-কর্মীদের আবাসের জন্যও পূর্ত দফতরকে জমি। আকলাবাদ মৌজায় প্রায় ১.২৯ একর জমি হস্তান্তর।