Karate World Championships: ক্যারাটের বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে জায়গা করে নিল উত্তরবঙ্গের ২ প্রতিযোগী! সোনা জিতবে আশা বঙ্গবাসীর
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
ক্যারাটের বিশ্বচ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে উত্তরবঙ্গের ২ যুবক। তাদের নিয়ে গর্বিত বঙ্গবাসী। খুশির হাওয়া আলিপুরদুয়ার ও কোচবিহার ক্রীড়া মহলে।
advertisement
1/5

ক্যারাটের বিশ্বচ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আলিপুরদুয়ারের যুবক শুভেন্দু দেব। তাকে নিয়ে গর্বিত আলিপুরদুয়ারবাসী। খুশির হাওয়া আলিপুরদুয়ার ক্রীড়া মহলে। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে মাতসুয়ামা, জাপানে। ভারতীয় দলে মোট ১৪ জনের মধ্যে উত্তরবঙ্গের দু'জন রয়েছেন। শুভেন্দু দেব আলিপুরদুয়ার থেকে এবং অভিজিৎ সূত্রধর কোচবিহার থেকে।
advertisement
3/5
৩০ অক্টোবর ভারতীয় দল দিল্লি থেকে টোকিও-র উদ্দেশ্যে রওনা দেয়। এই দলে পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল, তামিলনাড়ু , গুজরাত, উত্তরাখণ্ড থেকে মোট ১৪ জন খেলোয়াড় সুযোগ পেয়েছে।
advertisement
4/5
অল ইন্ডিয়া বুডো শোতো ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও অধিকর্তা তীর্থঙ্কর নন্দী ভারতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। শুভেন্দু দেব ২০১৭ তে মালয়েশিয়াতে রুপো , ২০১৮ তে শ্রীলঙ্কাতে সোনা এবং ২০১৮ তে বাংলাদেশে সোনা জিতেছে।
advertisement
5/5
এবারেও জাপান থেকে ক্যারাটেতে সোনা জয় করে আসবে শুভেন্দু বলে আশায় বুক বেঁধেছে তার পরিবারের সদস্যরা। ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা জাপানে শুরু হয়ে গিয়েছে। যে কোনও দিন বাড়িতে সুখবর আসতে পারে বলে জানিয়েছেন শুভেন্দুর ভাই দ্বিপেন্দু। (ছবি ও তথ্য: অনন্যা দে)