প্রায় ৫০০ বছর ধরে এই ভাবেই সাড়ম্বরে এই রাস উৎসব পালিত হয়ে আসছে। এই উৎসবে রাধা-গোবিন্দ জিউকে মন্দির থেকে রাসমঞ্চে নিয়ে আসা হয়। সেখানেই ৩ দিন ব্যাপী পুজো হয়। সেই সঙ্গেই নাচ, গান ও যাত্রাপালারও আয়োজন করা হয়। সারা বছর মানবাজারবাসী এই উৎসবের অপেক্ষা করে থাকেন।
advertisement
এই বিষয়ে মন্দিরের নিত্য পূজারী তনুশ্রী দাস ব্যানার্জি বলেন, ৫০০ বছরেরও বেশি সময় ধরে এই রাসযাত্রা চলে আসছে। এই উৎসবকে ঘিরে মানুষের উৎসাহ, উদ্দীপনা তুঙ্গে থাকে। খুবই জনপ্রিয় এই রাস উৎসব।
এই পুজো কমিটির সহ সেক্রেটারি চন্দন গোস্বামী জানান, এই ৩ দিন একেবারে উৎসবের চেহারা নেয় গোটা এলাকা। বহু পুরনো এই রাস উৎসব। মেলার পাশাপাশি যাত্রাপালারও আয়োজন করা হয়। প্রতিনিয়ত এই রাসের আকর্ষণ বেড়েই চলেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম রাস উৎসব। এই উৎসবে রাধাকৃষ্ণের আরাধনা করা হয়। মানবাজারের পেদ্দা গ্রামে মহা ধুমধামের সঙ্গে বিগত ৫০০ বছর ধরে উদযাপিত হয়ে আসছে ঐতিহ্যবাহী রাসযাত্রা।





