ছাগল নিয়ে কেলেঙ্কারি! তুলকালাম শীতলকুচি, প্রতিবেশীদের ঝামেলায় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা
- Published by:Madhab Das
- local18
Last Updated:
খাবারের সন্ধানে গবাদি পশুদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চড়ে বেড়াতে দেখা যায়। কখনও কখনও এই সকল গবাদি পশুদের ধান জমি থেকে শুরু করে বাড়িতে বাড়িতেও ঢুকে পড়তে লক্ষ্য করা যায়।
রাজেশ দাশ, শীতলকুচি, কোচবিহার: খাবারের সন্ধানে গবাদি পশুদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চড়ে বেড়াতে দেখা যায়। কখনও কখনও এই সকল গবাদি পশুদের ধান জমি থেকে শুরু করে বাড়িতে বাড়িতেও ঢুকে পড়তে লক্ষ্য করা যায়। আর এই সকল ঘটনাটি কেন্দ্র করে সাময়িক কিছু অশান্তির ঘটনা ঘটে, তবে কোচবিহারের শীতলকুচিতে যা ঘটল তা বিশ্বাস না হওয়ার মতোই।
পরের জমিতে ছাগল বিচরণের ক্ষেত্রে এমন তুলকালাম ঘটনা বিশ্বাস না হওয়ার পিছনে রয়েছে মূলত এক মহিলার মৃত্যুর ঘটনা। ছাগল বিচরণকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ঝামেলা আর সেই ঝামেলা এমন পর্যায়ে পৌঁছয় যে প্রাণ গেল এক মহিলার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
advertisement
কোচবিহারের শীতলকুচির পঞ্চারহাট এলাকায় গবাদি পশু জমিতে যাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে মারধরের ঘটনায় মৃত এক মহিলা, ঘটনাটি ঘটে মঙ্গলবার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃত মহিলার নাম নিরণ বর্মন।
advertisement
মৃতের পরিবারের দাবি, তাদের বাড়ির ছাগল প্রতিবেশীর জমিতে বিচরণ করতে চলে গিয়েছিল। আর তারপর প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এমন সময় ওই প্রতিবেশী মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। এর ফলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই মহিলা। গুরুতর জখম মহিলাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত বিষয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
October 15, 2025 9:25 AM IST