প্রায়শই এলাকার বাসিন্দাদের হাঁস, মুরগি খেয়ে ফেলছিল এই অজগরটি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অজগরটি উদ্ধার করেন বনকর্মীরা। অজগরটি ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, সিতাই বিধানসভার গোসনিমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভিতরকামতা গ্রামে এক যুবক দেখতে পান বিশালাকার এই বার্মিজ পাইথনটিকে। আতঙ্কিত হয়ে তিনি চিৎকার শুরু করেন। সেই চিৎকার শুনেই স্থানীয় মানুষেরা ভিড় জমান বিশালাকার বার্মিজ পাইথন দেখতে।
advertisement
তৎক্ষণাৎ খবর পাঠানো হয় গোসনিমারী বন দফতরের বন কর্মীদের কাছে। কিছুক্ষণের মধ্যেই তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশালাকার বার্মিজ পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যান। গোসনিমারী বন দফতরের অফিসার হেমকুমার থাপা জানান, মোট ১২ ফুট দৈর্ঘ্যের পাইথনটি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন, ৪০টি মৃতদেহে আঘাতের কোনও চিহ্নই নেই…! হাড়হিম সত্যি ফাঁস! ঠিক কী ঘটেছিল সেদিন?
আরও পড়ুন, পাটুলিতে মর্মান্তিক দুর্ঘটনা, সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে মৃত ২ যুবক
গোসানিমারি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ভিতরকামতা গ্রামের জঙ্গলে এই পাইথনটি বেশ কিছুদিন ধরে বাসা বেধেছিল। উদ্ধারের পর অজগরটিকে কোচবিহার বন দফতরের কাছে পাঠানো হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর সাপটিকে সেখান থেকে দূরে কোনও জঙ্গল এলাকায় ছেড়ে দেওয়া হবে। তবে বিরাট এই সাপের আতঙ্ক থেকে মুক্ত হতে পেরে এলাকাবাসী অত্যন্ত খুশি।
Sarthak Pandit