স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগে এই এলাকায় একটি নতুন মদের দোকান শুরু হয়েছে। এই মদের দোকানটি বন্ধের দাবিতেই মহিলারা মিছিল করেন। মিছিলে পা মেলানো মহিলাদের দাবি, অবিলম্বে নতুন শুরু হওয়া মদের দোকানটি বন্ধ করতে হবে। এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে মদের দোকানের কারণে।
আরও পড়ুন: হাসপাতালের বেহাল অবস্থা, দুশ্চিন্তায় ঘুম উড়েছে পশুপ্রেমীদের
advertisement
স্থানীয় পঞ্চায়েত সদস্য রত্না অধিকারী এই বিষয়ে জানান, এলাকার ছোট ছোট শিশু ও মহিলারা এই রাস্তা দিয়েই চলাচল করেন। তাই এখানে মদের দোকান তৈরি করা চলবে না। তাঁর আরও দাবি, এই মদের দোকান তৈরি করার আগে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কোনরকম অনুমতি নেওয়া হয়নি। বাড়ির পুরুষদের মদ্যপান থেকে বিরত করতে তাঁরা অবিলম্বে এই দোকানের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 8:42 PM IST