Hooghly News: হাসপাতালের বেহাল অবস্থা, দুশ্চিন্তায় ঘুম উড়েছে পশুপ্রেমীদের
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
পশু হাসপাতালের বেহালদশা সত্ত্বেও প্রশাসনের হেলদোল নেই। হাসপাতাল চত্বরজুড়ে এখন জঙ্গল।
হুগলি: চন্দননগরে রয়েছে বহু পুরনো একটি সরকারি পশু হাসপাতাল। বহুতল বিল্ডিং ও অত্যাধুনিক পরিকাঠামো ছিল একসময়। যদিও বর্তমানে পুরোটাই তালা বন্ধ অবস্থায় পড়ে আছে। মাঝেমধ্যে খোলা হয় এই পশু হাসপাতালটি। তবে দীর্ঘদিন ধরে এখানে পরিষেবা কার্যত বন্ধ বলে অভিযোগ এলাকার পশুপ্রেমীদের।
অভিযোগ, চন্দননগরের পশু হাসপাতালের বেহালদশা সত্ত্বেও প্রশাসনের হেলদোল নেই। হাসপাতাল চত্বরজুড়ে এখন জঙ্গল। দেওয়ালে জন্মেছে গাছ, পাঁচিলের ফাটল দিয়ে উঁকি মারছে বালাইয়ের রড। স্থানীয়দের অভিযোগ, পশু হাসপাতালটি কখনও সখনও খোলা থাকলেও আগের মত পরিষেবা পাওয়া যায় না। বহুবার প্রসাশনকে জানিয়েও লাভ হয়নি। পুনরায় পূর্ণমাত্রায় পরিষেবা চালুর পাশাপাশি হাসপাতালটির পরিকাঠামো মেরামতের দাবিও তোলা হয়েছে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, গবাদি পশুর কৃত্রিম প্রজনন থেকে শুরু করে নানা রকম অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা ছিল এই হাসপাতালে। দরকারে পশুদের ছোটখাটো অপারেশনও হত। কিন্তু এখন প্রায় কোনও পরিষেবাই পাওয়া যায় না। যে কোনদিন হাসপাতাল ভবনটি ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। পশু হাসপাতালটির বেহাল অবস্থার কারণে এলাকার জীবজন্তুর চিকিৎসা করতে সমস্যা হচ্ছে বলেও জানান পশুপ্রেমীরা। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শুভাশিস গৌড় বলেন, কুকুর-বিড়াল, পাখি অনেকেরই বাড়িতে থাকে। পশু হাসপাতালটির বেহাল অবস্থার কারণে তাঁরা সমস্যায় পড়ছেন।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 8:25 PM IST