আরও পড়ুন: কবিগুরুর চন্ডালিকার আদলে তৈরি হচ্ছে মণ্ডপ
এক ধাক্কায় বাজারে ফুলের দাম অনেকটা বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে বিক্রেতাদের। দুর্গাপুজোর সময় দাম আরও বাড়বে বলে আশঙ্কার কথা শুনিয়েছেন ফুল বিক্রেতারা। কোচবিহারের এক ফুল বিক্রেতা অনিল রাহা জানান, শহরের বিভিন্ন ফুলের বাজারে দাম অত্যন্ত চড়া। দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ক্রেতারা কম ফুল কিনছেন। আবহাওয়া খামখেয়ালিপনার কারণে চাষে ক্ষতি হওয়ায় ফুল চাষিরা এক্ষুণি দাম কমাবেন না বলে তিনি জানান।
advertisement
বর্তমানে গাঁদা ফুলের মালা এক একটি প্রায় ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ নিত্যদিন বাড়ির পুজোর জন্য ফুল কিনতে গিয়ে ধাক্কা খাচ্ছে। অনেকেই কম ফুল কিনেছেন, আবার কেউ কেউ ফুল কেনা বন্ধ করে দিয়েছেন। বাড়ির ঠাকুরকে শুধু জল-বাতাসা দিয়েই কাজ সারছে বহুজন।
সার্থক পণ্ডিত