Durga Puja Theme: কবিগুরুর চন্ডালিকার আদলে তৈরি হচ্ছে মণ্ডপ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চন্ডালিকার আদলে তৈরি হচ্ছে দুর্গাপুজোর থিম
কোচবিহার: এখন দুর্গাপুজো মানেই থিমের রমরমা। শহর কলকাতা দিয়ে শুরু হলেও তা ক্রমশ জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। আর এখন তো প্রতিবছর দুর্গাপুজোয় থিম নিয়ে রীতিমত প্রতিযোগিতায় মেতে ওঠেন সংগঠকরা। জেলা শহর কোচবিহারেও একই ছবি দেখা যায়। কোচবিহার নাট্য সংঘ ক্লাবের দুর্গাপুজো এবার ৭৪ বছরে পা দিতে চলেছে। তাকে স্মরণীয় করে রাখতে এবারও আকর্ষনীয় থিম তৈরি করছেন সংগঠকরা।
আরও পড়ুন: স্মার্ট হচ্ছে শিলিগুড়ি পুরনিগম
এই প্রসঙ্গে কোচবিহার শহরের এই অন্যতম বড় পুজো কমিটির সম্পাদক জহর রায় জানান, গোটা উত্তরবঙ্গের মানুষের কাছে প্রতি বছর একটি বড় আকর্ষণ থাকে কোচবিহার নাট্য সংঘের দুর্গাপুজো থিম। সেই ধারাকে অব্যাহত রাখতে এবং ৭৪ বছরের পুজোকে স্মরণীয় করে রাখতে এবারেও বিশেষ থিম তৈরি করা হচ্ছে। পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে এই থিম। রবীন্দ্রনাথ ঠাকুরের চন্ডালিকা নৃত্যনাট্যের আদলে তৈরি করা হচ্ছে এবার পুজোর থিম। এই পুজোর মোট বাজেট ১০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
নাট্য সংঘের মণ্ডপ শিল্পী শৌভিক ভৌমিক জানান, এই বছরের থিমটি তৈরি করতে বেশ কিছুটা সময় লাগবে। মূলত মাটি, খড়, পাটের দড়ি, বাঁশ, কাপড় দিয়েই গোটা কাজটি করা হচ্ছে। থিমের নাম ‘যে মানব তুমি, সে মানব আমি কন্যা’।
সার্থক পণ্ডিত
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 6:27 PM IST