TRENDING:

Coochbehar News: জব কার্ড না থাকায় মেলেনি আবাস যোজনার ঘর, হতাশায় ডুবে মধুপুর

Last Updated:

গ্রামের হতদরিদ্র মানুষের আবাস যোজনার ঘর পাওয়ার একটি অন্যতম শর্ত হল ১০০ দিনের প্রকল্পের জব কার্ড থাকা। কিন্তু মধুপুরের বেশিরভাগ মানুষের সেই জব কার্ড না থাকায় তাঁরা আবাস যোজনার বাড়ি পাননি বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: দীর্ঘ সময় ধরে নতুন জব কার্ড তৈরি হয়নি। এদিকে যাদের জব কার্ড আগে তৈরি হয়েছিল, তার মধ্যে অনেকেরই রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছে। কিন্তু কেন রেজিস্ট্রেশন বাতিল হল বা নতুন করে আর ১০০ দিনের প্রকল্পের জব কার্ড তৈরি হয় না সেই প্রশ্নের উত্তর জানে না মধুপুর। এর ফলে জব কার্ড না থাকায় নানান সমস্যায় পড়ছেন এখানকার হতদরিদ্র মানুষগুলি। একটা সময় নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন মধুপুরের বহু মানুষ। নদীগর্ভে চলে যায় বহু জমি এবং বসতবাড়ি। সেই সকল ভিটে হারা মানুষগুলো বর্তমানে অন্যের বাড়িতে কোনরকম আশ্রয় নিয়েছেন। কিন্তু তাঁদের প্রায় কেউই আবাস যোজনার ঘর পাননি। এর কারণ হিসেবে উঠে আসছে জব কার্ড না থাকার বিষয়টি।
advertisement

গ্রামের হতদরিদ্র মানুষের আবাস যোজনার ঘর পাওয়ার একটি অন্যতম শর্ত হল ১০০ দিনের প্রকল্পের জব কার্ড থাকা। কিন্তু মধুপুরের বেশিরভাগ মানুষের সেই জব কার্ড না থাকায় তাঁরা আবাস যোজনার বাড়ি পাননি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা রিঙ্কু খাতুন জানান, বছর দুয়েক আগে নদীর ভাঙনে সবকিছু হারান তাঁরা। তা সত্ত্বেও আবাস যোজনার ঘর জোটেনি। তিনি মনে করেন জব কার্ড না থাকাটাই এর কারণ। এই বিষয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও লাভ হয়নি বলে রিঙ্কু খাতুন অভিযোগ করেন।

advertisement

আরও পড়ুন: ডিএ-র দাবিতে ধর্মঘটে অংশ নেওয়ায় প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকতে বাধা! তালা দিল ক্লাসরুমে

এই পরিস্থিতিতে শুধু প্রতিশ্রুতিই ভরসা এখানকার মানুষের। জব কার্ড তৈরি নিয়ে বারবার প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরে প্রতিশ্রুতি দেওয়া হলেও লাভ কিছু হয়নি। তবুও হতদরিদ্র মানুষগুলির আশা, পঞ্চায়েত নির্বাচনের আগে হয়ত তাঁদের সমস্যার কোন‌ও একটা সুরাহা হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: জব কার্ড না থাকায় মেলেনি আবাস যোজনার ঘর, হতাশায় ডুবে মধুপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল