গ্রামের হতদরিদ্র মানুষের আবাস যোজনার ঘর পাওয়ার একটি অন্যতম শর্ত হল ১০০ দিনের প্রকল্পের জব কার্ড থাকা। কিন্তু মধুপুরের বেশিরভাগ মানুষের সেই জব কার্ড না থাকায় তাঁরা আবাস যোজনার বাড়ি পাননি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা রিঙ্কু খাতুন জানান, বছর দুয়েক আগে নদীর ভাঙনে সবকিছু হারান তাঁরা। তা সত্ত্বেও আবাস যোজনার ঘর জোটেনি। তিনি মনে করেন জব কার্ড না থাকাটাই এর কারণ। এই বিষয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও লাভ হয়নি বলে রিঙ্কু খাতুন অভিযোগ করেন।
advertisement
আরও পড়ুন: ডিএ-র দাবিতে ধর্মঘটে অংশ নেওয়ায় প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকতে বাধা! তালা দিল ক্লাসরুমে
এই পরিস্থিতিতে শুধু প্রতিশ্রুতিই ভরসা এখানকার মানুষের। জব কার্ড তৈরি নিয়ে বারবার প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরে প্রতিশ্রুতি দেওয়া হলেও লাভ কিছু হয়নি। তবুও হতদরিদ্র মানুষগুলির আশা, পঞ্চায়েত নির্বাচনের আগে হয়ত তাঁদের সমস্যার কোনও একটা সুরাহা হবে।
সার্থক পণ্ডিত