নির্দিষ্ট সরকারি অনুমতি ছাড়া পোস্ত চাষ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু চাষিদের একাংশ বেশি লাভের আশায় এই পথে হাঁটছে। সেইসঙ্গে মাদক কারবারীরাও লুকিয়ে চুরিয়ে কোচবিহার জেলায় পোস্ত চাষ করে চলেছে। খবর পেলেই অভিযান চালিয়ে পুলিশ সেই সমস্ত পোস্ত ও পোস্ত গাছ নষ্ট করে দেয়। এবার তেমনই অভিযান হল মাথাভাঙা-১ ব্লকের হাজরাহাট-১ পঞ্চায়েতের ছাট পাখিহাগা এবং উত্তর দইভাঙি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১২ বিঘা জমির পোস্ত গাছ নষ্ট করে দেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
আরও পড়ুন: সুপ্রিম নির্দেশে যশোর রোডের ৩০৫ টি প্রাচীন গাছের মৃত্যু নিশ্চিত হল! পরিবেশকর্মীরা কী করবেন?
এই অভিযান প্রসঙ্গে পুলিশের তরফ থেকে বলা হয়েছে, অবৈধভাবে গাঁজা কিংবা পোস্ত চাষ করলে এই রকমভাবেই অভিযান চালিয়ে তা নষ্ট করে দেওয়া হবে। পুলিশের এই পদক্ষেপকে সমর্থন করেছে এলাকার মানুষ।
সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে কোচবিহারে পাচার ও নিষিদ্ধ জিনিসের চাষ বহুল মাত্রায় ঘটে থাকে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা সবসময়ই সতর্ক আছেন। কোনরকমের বেআইনি কার্যকলাপ ঘটলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।
সার্থক পণ্ডিত