মূলত বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মেখলিগঞ্জের কুচলিবাড়ির ডাকুয়াটারি এলাকায় আনা হয়েছিল আমেরিকান ম্যাকাও পাখি দুটিকে। কুচলিবাড়ি থানার পক্ষ থেকে জানা গিয়েছে, "গোপন সূত্রে খবর পেয়ে এদিন ডাকুয়াটারি এলাকায় অভিযান চালানো হয় কুচলিবাড়ি থানার পক্ষ থেকে। ওই এলাকার একটি বাড়ির পাশের খড়ের গাদা থেকে বাক্সবন্দি অবস্থায় দুটি আমেরিকান ম্যাকাও উদ্ধার করা হয়েছে। পাচারের উদ্দেশ্য সম্পূর্ন ভেস্তে দিয়ে পাখি দুটিকে উদ্ধার করেছে কুচলিবাড়ি থানার পুলিশ। প্রাথমিকভাবে এলাকায় একজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পাখি পাচারকারীর নাম জানতে পেরেছে। বর্তমানে সেই পাচারকারী ব্যক্তির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। উদ্ধার করা আমেরিকান ম্যাকাও পাখি দুটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।"
advertisement
আরও পড়ুনঃ বছর শেষের ছুটিতে পুরুলিয়া বেড়াতে আসছেন, 'এই' জায়গায় না গেলে বড় মিস
বন দফতরের কোচবিহারের এডিএফও বিজন নাথ বলেন, "আমেরিকান ম্যাকাও পাখি দুটিকে কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মেখলিগঞ্জ থেকে উদ্ধার করে পুলিশ আমাদের হাতে তুলে দিয়েছে। ইতিমধ্যেই পাখি দুটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পাখি দুটি সম্পূর্ন সুস্থ রয়েছে। তবে আমরা পাখি দু'টিকে পর্যবেক্ষণে রেখেছি। এখনও পর্যন্ত পাখি দুটিকে কোথাও পাঠানোর সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে পাখি দুটির নতুন ঠিকানা নির্ণয় করা হবে।"
Sarthak Pandit