আরও পড়ুন Cooch Behar News: শুকনো ডোবা ভাসল রক্তে! চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়!
আরপিএফের ইন্সপেক্টর বিশ্বনাথ মারডির নেতৃত্বে নিউ জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি থেকে আসা আরপিএফের একটি যৌথ দল এই সম্পূর্ণ অভিযানটি চালায় বলে জানা গিয়েছে। তারা বাচ্চু মহম্মদ নামে এক যুবককে জয়ী সেতু সংলগ্ন বেলতলি এলাকা থেকে রেলের ই-টিকিট এর অবৈধ ভাবে ব্যবসা করার অভিযোগে গ্রেফতার করে জলপাইগুড়ি নিয়ে যায়।
advertisement
গ্রেফতার হওয়া বাচ্চু মহম্মদের বাড়ি পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর খাসবস এলাকায়। রেল পুলিশের দাবি, "ধৃত ওই ব্যক্তি বাচ্চু মহম্মদ দীর্ঘদিন ধরে মোট চারটি আইডি তৈরি করে অবৈধভাবে রেলের সংরক্ষিত ই-টিকিটের ব্যবসা চালিয়ে আসছিল। এই বিষয়টি নিয়ে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। তবে তার পরেও সে নিজের কারবার চালিয়ে যাচ্ছিল অবাধে।"
আরও পড়ুন Malda News: এবার এক ফোনেই মিলবে মানসিক রোগের চিকিৎসা! রইল হেল্পলাইন নম্বর
আরপিএফের ইন্সপেক্টর বিশ্বনাথ মারডি বলেন, "ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে রেল পুলিশের পক্ষ থেকে। সব মিলিয়ে মোট ৩২ হাজার ১৮৮ টাকা মূল্যের ১২টি ই-টিকিট ও একটি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে ধৃত ওই ব্যক্তির কাছ থেকে। ওই ব্যক্তি দীর্ঘ সময় ধরেই অবৈধ ভাবে ভারতীয় রেলের সংরক্ষিত ই-টিকিটের ব্যবসা চালাচ্ছিল। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।"
Sarthak Pandit