Cooch Behar News: শুকনো ডোবা ভাসল রক্তে! চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়!

Last Updated:

কীভাবে ঘটল এই ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে

কিসের রক্তে ভাসল শুকনো ডোবা! 
কিসের রক্তে ভাসল শুকনো ডোবা! 
#দিনহাটা: দম্পতির মৃতদেহ উদ্ধার দিনহাটাতে। বাড়ির অদূরে শুকনো ডোবা থেকে উদ্ধার দম্পতির রক্তাক্ত মৃত দেহ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের জেলার দিনহাটা মহকুমার ২ নং ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের হেদারহাট সংলগ্ন ধুবারঘাট এলাকায়। ওই দম্পতির মৃত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত দম্পতি হলেন বাবু সরকার, বয়স ৪০ বছর ও চন্দনা বর্মন সরকার, ৩৫ বছর।
আরও পড়ুন Murshidabad Rail Bridge: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে কাজ শুরু হল নশিপুর রেলব্রিজের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, "মৃত ওই দম্পতির বাড়ি থেকে মাত্র ২০ মিটার দূরে একটি শুকনো ডোবায় স্বামী ও স্ত্রী দুজনের দেহটি পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে সাহেবগঞ্জ থানার পুলিশ পৌঁছে মৃত ওই দম্পতির দেহ দুটি উদ্ধার করে। দেহ দুটি ময়নাতদন্ত এর জন্য পাঠানো হয়েছে। ওই দম্পতির মৃত্যুর কারণ নিয়ে রীতিমত ধোঁয়াশা তৈরি হয়েছে।"
advertisement
আরও পড়ুন Malda News: এবার এক ফোনেই মিলবে মানসিক রোগের চিকিৎসা! রইল হেল্পলাইন নম্বর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ সহ একাধিক পারিবারিক সমস্যা নিয়ে ভাইদের সঙ্গে বিবাদ চলছিল বাবু সরকার ও তার স্ত্রীর। তাই এই দম্পতির মৃতু একটি পরিকল্পিত খুন বলেও মনে করছেন অনেকে।" যদিও পুলিশের তরফে এখনও এই মৃত্যুর বিষয়ে বিশদে কিছু জানানো হয়নি। তবে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্ত সম্পূর্ন হওয়ার পর বিস্তারিত ভাবে জানানো সম্ভব হবে। এমনটাই জানানো হয়েছে সাহেবগঞ্জ থানার পক্ষ থেকে। তবে কি শুধুমাত্র পারিবারিক বিবাদের জেরেই এই মৃত্যু নাকি এটা কোন পরিকল্পিত খুন সেই বিষয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে ইতিমধ্যেই।
advertisement
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: শুকনো ডোবা ভাসল রক্তে! চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement