Murshidabad Rail Bridge: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে কাজ শুরু হল নশিপুর রেলব্রিজের

Last Updated:

২০০৪ সালের ৩০ ডিসেম্বর ওই রেল সেতুর শিলান্যাস করেন তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব। পরে ২০০৬ সালে সেতু নির্মাণের কাজও শুরু হয় । ২০১০ সালে এপ্রিল মাসে সেতুর উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি।

+
title=

#মুর্শিদাবাদ: জমি জটে থমকে ছিল নশিপুর রেল ব্রিজের কাজ। সেই কাজ শুরু হল বুধবার। নশিপুর রেলব্রিজের কাজ সম্পন্ন হলেই আর উত্তরবঙ্গ যেতে বেশি সময় লাগবে না। অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাবে উত্তরবঙ্গ। সেই কারণেই ২০০৪ সালের ৩০ ডিসেম্বর ওই রেল সেতুর শিলান্যাস করেন তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব। পরে ২০০৬ সালে সেতু নির্মাণের কাজও শুরু হয় । ২০১০ সালে এপ্রিল মাসে সেতুর উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি।
ভাগীরথীর পশ্চিম পাড়ে আজিমগঞ্জের দিকে দুটি মৌজা চর মহিমাপুর ও মাহিনগর দিয়ারে মোট সাড়ে সাত একর জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়। সেই কারণেই আটকে ছিল নশিপুর রেলব্রিজের কাজ।
advertisement
লালবাগের মহকুমা শাসক সুদীপ ঘোষ জানান, নশিপুর রেলব্রিজের জমি জট ছিল দীর্ঘদিনের। একাধিকবার বৈঠক হয়েছে রেলের সঙ্গে জমিদাতাদের। অবশেষে জমি নিয়ে মিটেছে জট। তাই শুরু করা হল নশিপুর রেলব্রিজের কাজ, সব ঠিক মতো থাকলে পরের বছরেই নশিপুর রেলব্রিজের ওপর দিয়ে গড়াবে রেলের চাকা। মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষ বলেন, আগামী ছয় মাসের মধ্যে কাজ শেষ হয়ে গেলে জেলার মানুষের সমস্যা মিটবে।
advertisement
মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি রফিক হোসেন বলেন, এ আর খানের স্বপ্ন পূরণ হতে চলেছে অবশেষে। এ আর খানের দীর্ঘ আন্দোলনের ফসল আজকের নসিপুর রেল ব্রিজ, মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এর দীর্ঘ আন্দোলন আজ সফলতা পেল।
বুধবার থেকে কাজ শুরু হতেই খুশি সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক থেকে রেলের আধিকারিকরা। পরিষ্কার করা হয় ব্রিজের এলাকার একাংশ ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Rail Bridge: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে কাজ শুরু হল নশিপুর রেলব্রিজের
Next Article
advertisement
Pakistani Spy Arrested: পাকিস্তানের হয়ে চরবৃত্তি, পঠানকোটে ধৃত ১৫ বছরের কিশোর! এবার আইএসআই-এর টার্গেট নাবালকরা, চিন্তায় পুলিশ
পাকিস্তানের হয়ে চরবৃত্তি, পঠানকোটে ধৃত ১৫ বছরের কিশোর! এবার ISI-এর টার্গেট নাবালকরা?
  • পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত ১৫ বছরের কিশোর৷

  • পঞ্জাবের পঠানকোট থেকে গ্রেফতার করল পুলিশ৷

  • এবার পাকিস্তানের টার্গেট নাবালকরা, দাবি তদন্তকারীদের৷

VIEW MORE
advertisement
advertisement