এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন পঞ্চায়েত প্রধান। যদিও এলাকার জলের সমস্যা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে চাননি।
কোচবিহার সদর শহর লাগোয়া এই এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘ দিন ধরে অধিকাংশ ট্যাপ কল থেকে জল পড়ছে না। দু-তিনটি কল থেকে জল পড়লেও চাপ অত্যন্ত কম। ওই দু-তিনটি কলে জল নিতে গিয়ে ব্রোজ এলাকায় ঝামেলা বাঁধছে।সব মিলিয়ে গোটা এলাকায় জলকষ্ট ব্যাপক আকার ধারণ করেছে। বিষয়টি নিয়ে বারবার পঞ্চায়েতকে জানালেও তারা কাজের কাজ কিছুই করছে না, শুধুই প্রতিশ্রুতি দিচ্ছে।
advertisement
দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যা নিয়ে এবার স্থানীয় মহিলারা রীতিমত ক্ষোভে ফেটে পড়েন। সকাল থেকে পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। শেষ পর্যন্ত দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি কোনরকমের সামাল দেন পঞ্চায়েত প্রধান। আর তাতে উঠে যায় বিক্ষোভ।
সার্থক পণ্ডিত






