স্থানীয় বাসিন্দা অশোক সাহা বলেন, বামনহাট বাজার এলাকায় একটিই মাত্র জলের রিজার্ভার রয়েছে। তবে দীর্ঘদিন ধরে সেটি বিকল হয়ে পড়ে আছে। ফলে স্থানীয়দের দুর্ভোগ চরমে উঠেছে। আগেও একবার সংস্কার করা হয়েছিল এই রিজার্ভারটি। কিন্তু রাতের অন্ধকারে কল এবং যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় সেটি আবার বিকল হয়ে পড়েছে।
আরও পডুন: চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে জলের সমস্যা, আর ধৈর্য রাখতে পারলেন না স্থানীয়রা
advertisement
এলাকার মানুষ জানিয়েছেন, বামনহাট বাজারের প্রতিদিন বহু মানুষ আসেন। গরম পড়ছে। তাঁদের কথা ভেবে অন্তত দ্রুত রিজার্ভারটির সংস্কার করা হোক। তবে প্রশাসনের পক্ষ থেকে কবে এই রিজার্ভার্টি সংস্কার করা হবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2023 12:40 AM IST





