Coochbehar News: চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে জলের সমস্যা, আর ধৈর্য রাখতে পারলেন না স্থানীয়রা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
দীর্ঘ দিন ধরে অধিকাংশ ট্যাপ কল থেকে জল পড়ছে না। দু-তিনটি কল থেকে জল পড়লেও চাপ অত্যন্ত কম।
কোচবিহার: জেলার সদর শহরের একদম কাছেই অবস্থিত গুড়িয়াহাটি ১ পঞ্চায়েত এলাকা। এই এলাকার জলের সমস্যা দীর্ঘদিনের। নিউজ১৮ লোকালে একাধিকবার এই বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু সমস্যা সমাধানে বিন্দুমাত্র হেলদোল নেই পঞ্চায়েত কর্তাদের। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে ক্ষোভ তুঙ্গে উঠেছে। এই ক্ষোভেরই প্রতিফলন দেখতে পাওয়া গেল বুধবার। এলাকার অধিকাংশ মহিলা নিজেদের বাড়িঘর ফেলে রেখে জলের দাবিতে পঞ্চায়েত কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান।
এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন পঞ্চায়েত প্রধান। যদিও এলাকার জলের সমস্যা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে চাননি।
advertisement
কোচবিহার সদর শহর লাগোয়া এই এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘ দিন ধরে অধিকাংশ ট্যাপ কল থেকে জল পড়ছে না। দু-তিনটি কল থেকে জল পড়লেও চাপ অত্যন্ত কম। ওই দু-তিনটি কলে জল নিতে গিয়ে ব্রোজ এলাকায় ঝামেলা বাঁধছে।সব মিলিয়ে গোটা এলাকায় জলকষ্ট ব্যাপক আকার ধারণ করেছে। বিষয়টি নিয়ে বারবার পঞ্চায়েতকে জানালেও তারা কাজের কাজ কিছুই করছে না, শুধুই প্রতিশ্রুতি দিচ্ছে।
advertisement
দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যা নিয়ে এবার স্থানীয় মহিলারা রীতিমত ক্ষোভে ফেটে পড়েন। সকাল থেকে পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। শেষ পর্যন্ত দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি কোনরকমের সামাল দেন পঞ্চায়েত প্রধান। আর তাতে উঠে যায় বিক্ষোভ।
সার্থক পণ্ডিত
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2023 11:53 PM IST

