TRENDING:

Cooch Behar News: দীর্ঘ আট কিলোমিটার রাস্তার বেহাল দশা! ক্ষোভ স্থানীয়দের

Last Updated:

ভোট আসে, ভোট যায় তবে সাধারণ মানুষের কাজ হয় না কোন কিছুতেই। শুধুমাত্র প্রতিশ্রুতি ভরসা সাধারণ মানুষের। কোচবিহার জেলার ২ নং ব্লকের বানেশ্বর ইছামারি এলাকার মানুষদের পরিস্থিতি সত্যি কষ্টকর। গ্রামের মাঝখানের মূল রাস্তার প্রায় ৮ কিলোমিটার বেহাল দশা হয়ে পড়ে রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার : ভোট আসে, ভোট যায় তবে সাধারণ মানুষের কাজ হয় না কোন কিছুতেই। শুধুমাত্র প্রতিশ্রুতি ভরসা সাধারণ মানুষের। কোচবিহার জেলার ২ নং ব্লকের বানেশ্বর ইছামারি এলাকার মানুষদের পরিস্থিতি সত্যি কষ্টকর। গ্রামের মাঝখানের মূল রাস্তার প্রায় ৮ কিলোমিটার বেহাল দশা হয়ে পড়ে রয়েছে। দীর্ঘ প্রায় ১১ থেকে ১২ বছর যাবৎ এই কষ্ট বুকে চেপেই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামের সাধারণ মানুষকে। বারংবার এলাকার স্থানীয় পঞ্চায়েত কে জানানো হয়েছে বিষয়টি নিয়ে। তবে ভোট আসার আগে শুধুমাত্র প্রতিশ্রুতি পেয়েছেন স্থানীয় মানুষেরা।
advertisement

তবে আখেরে রাস্তার কাজ কিছুই হয়নি। এলাকার এক টোটো চালক সজেন্দ্র নাথ রায় জানান, "দীর্ঘ প্রায় বহু সময় ধরে এই রাস্তার এমন বেহাল দশা হয়ে রয়েছে। এই রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। বড় কোন গাড়ি রাস্তা দিয়ে গেলে ধুলোয় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। এলাকার মানুষেরা এই কষ্ট বুকে চেপেই চলাচল করছেন নিত্যদিন। এলাকার পঞ্চায়েতকে বহুবার বিষয়টি নিয়ে জানানো হয়েছে। তবে তিনি শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে গেছেন কাজ হবে। তবে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও কাজ হয়নি কিছুই।"

advertisement

আরও পড়ুনঃ তিন কিলোমিটারের বেশি রাস্তার বেহাল দশা! নিত্য ভোগান্তি স্থানীয়দের

দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও কোন কাজ না হওয়ার কারণে ক্ষোভে ফুসছেন এলাকাবাসীরা। অধিকাংশ মানুষেরা তো এইবার ভোট বয়কটের কোথাও চিন্তা করছেন। তবে এই রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় পঞ্চায়েতের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয় নিয়ে কোন রকম বক্তব্য দিতে নারাজ বলে জানিয়ে দেন। তবে তিনি বলেন, "এলাকার বেশ কিছু উন্নয়নের কাজ করা হয়েছে। কিছু কাজ বাকি রয়েছে পর্যাপ্ত অর্থের অভাবে। তবে সামনের দিনগুলিতে সেই কাজও সম্পন্ন করা হবে।"

advertisement

আরও পড়ুনঃ তৈরি হচ্ছে বিশাল তোরণ! কোচবিহারের হেরিটেজ গেট এবার নজর কাড়বে সকলের

তবে এলাকার অধিকাংশ মানুষেরা জানিয়েছেন, "পঞ্চায়েতের উন্নয়ন তহবিলে প্রচুর অর্থের যোগান হয়ে থাকে প্রতিনিয়ত। তবে স্থানীয় পঞ্চায়েত সেই অর্থ নয় ছয় করে দেন সম্পূর্নটা। সঠিক ভাবে কোন কাজ করেন না তিনি।" পঞ্চায়েত ভোটের দামামা বাজতে আর মাত্র অল্প কয়েকটা দিন বাকি। তবে তার আগেই পঞ্চায়েত এলাকার বিভিন্ন সমস্যার কথা সামনে উঠে আসার কারণে রীতিমতো চাপের মুখে পড়েছেন এলাকার স্থানীয় পঞ্চায়েত। এলাকার অধিকাংশ মানুষেরা স্থানীয় পঞ্চায়েতের ওপর রীতিমতো ক্ষুব্ধ হয়ে রয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: দীর্ঘ আট কিলোমিটার রাস্তার বেহাল দশা! ক্ষোভ স্থানীয়দের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল