এই সেতুর ওপর দিয়ে সব সময় যানবাহন চলাচল করে। এই সেতুটি কোচবিহার একটি গুরুত্বপূর্ণ সেতুর মধ্যে অন্যতম। তবে কেন এই সেতুটি কে নিয়ে এত অবহেলা এই প্রশ্ন উঠছে বারংবার। দীর্ঘ এতটা সময় ধরে খারাপ হয়ে থাকা এই সেতুটির বাতি গুলোকে দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুনঃ যানজটে নাকাল দিনহাটা! অবৈধ পার্কিং বন্ধের দাবি স্থানীয়দের
এলাকার এক স্থানীয় যানচালক কুদ্দুস আলী জানান, \"বছরের অন্যান্য সময় এখান দিয়ে যান চলাচল করতে খুব একটা অসুবিধা না হলেও। বৃষ্টির মৌসুমে খুবই সমস্যায় পড়তে হয়। সেতুর বিভিন্ন জায়গায় জল জমে থাকলে বুঝতে অসুবিধা হয় কোথায় গর্ত রয়েছে। তারপরে যেকোন সময় একটা দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়।\"
আরও পড়ুনঃ বট গাছে জড়িয়ে রয়েছে এই প্রাচীন শিব মন্দির! কোথায়? জেনে নিন...
এই সেতুটা নিয়ে প্রশ্ন করা হলে পূর্ত দফতরের পক্ষ থেকে কেউ কোনো রকম মন্তব্য করতে চাননি। তারা সোজাসুজি আঙ্গুল তুলে দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের দিকে। তবে গুড়িয়াহাটি ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে কথা বলতে গেলে তিনি পরিষ্কার জানিয়ে দেন এ বিষয়টি সম্পূর্ণ রকমভাবে পূর্ত দফতরের অধীনে রয়েছে।
Sarthak Pandit