কোচবিহার হেড পোস্ট অফিসের গুগল লোকেশন লিঙ্ক:
এখানে পরিষেবা নিতে আসা রুমা ভৌমিক নামে একজন গ্রাহক বলেন, \"আমি আলিপুরদুয়ার থেকে এখানে ব্যাংকের একটি কাজ করতে এসেছিলাম। আমার আচমকা এই রেভিনিউ স্ট্যাম্পের দরকার পড়ে। আমি তখন এই পোস্ট অফিসটিতে আসি। তবে এখানে কর্মরত কর্মী আমাকে জানান রেভিনিউ স্ট্যাম্প শেষ হয়ে গিয়েছে। আমাকে আগামীকাল আসতে হবে রেভিনিউ স্ট্যাম্প নেওয়ার জন্য। আমি আলিপুরদুয়ার থেকে এসেছি। এখন কি তবে আমি ফিরে চলে যাব এবং আবার কালকে আসব শুধুমাত্র একটি স্ট্যাম্প নিতে। এটা কি সম্ভব।\"
advertisement
আরও পড়ুনঃ রেলের ইতিহাস থেকে খুঁটিনাটি জানতে ঘুরে আসুন কোচবিহারের এই রেল মিউজিয়ামে
তবে এই পোস্ট অফিসের লিঙ্ক না থাকার অভিযোগগুলি পাওয়ার পর ততপর হয়ে উঠেছে কোচবিহার হেড পোস্ট অফিসের আধিকারিকেরা। তারা ইতিমধ্যেই এই সমস্যার বিভিন্ন সমাধান খুঁজে বের করতে চেষ্টা করছেন। যাতে দ্রুত এই পোস্ট অফিস থেকে পুনরায় আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়। এ বিষয় নিয়ে কোচবিহার হেড পোস্ট অফিসে সুপারিনটেন্ডেন্ট অশোক কুমারগন বলেন, \"এই পোস্ট অফিসে কর্মরত কর্মীরা পরিষেবা গ্রাহকদের প্রদান করার জন্য দ্বিগুণ খাটনি করে চলেছেন প্রতিনিয়ত।
আরও পড়ুনঃ মদনমোহন বাড়ির রথ জমজমাট কোচবিহারে
তাদের অনলাইন কাজগুলি করার জন্য হেড পোস্ট অফিস কিংবা অন্যান্য পোস্ট অফিসগুলোতে গিয়ে কাজ করতে হচ্ছে। তাই আমরা দ্রুত এই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন প্রাইভেট নেটওয়ার্ক সংস্থাগুলির সাথে কথা বলেছি। তাদেরকে বলা হয়েছে এই জায়গাটিকে সার্ভে করে দেখতে এবং আমাদের কাছে রিপোর্ট দিতে। যাদের নেটওয়ার্ক এখানে ভালো পাবে আমরা তাদের নেটওয়ার্ক এখানে নিয়ে এই সমস্যার দ্রুত সমাধান করব।\"
Sarthak Pandit





