কোচবিহার জেলার এই জগদ্ধাত্রী পুজোয় এবছরের থিম মৌমাছিদের দেশে। পুজো কমিটির পরিচালক বিনয় মোদক বলেন, "দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে আমরা এখানে এই জগতে পুজোর আয়োজন করে আসছি। কুড়ি বছর আগে আমার হাতেই এই পুজোর সূচনা করা হয়েছিল। তখন এলাকার ছোটদের নিয়ে এই পুজোর আয়োজন করেছিলাম আমি। বর্তমানে এই পুজোর আয়োজন শুরুর সময় থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এখন রীতিমতো থিমের মাধ্যমে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় এখানে।
advertisement
আরও পড়ুনঃ জমি বিবাদের জেরে পুলিশের উপর দাদাগিরি স্থানীয় নেতার
এ বছর আমাদের এখানের পুজোর বাজেট রয়েছে আনুমানিক প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা। স্বল্প বাজেটের গ্রাম্য পরিবেশের এই পুজোর জাঁকজমক দেখলে অনেকেই তাক লেগে যাবেন। আমরা আগামীতে এর চাইতেও আরো অনেক বেশি ভালো করে পুজোর আয়োজন করতে চাই।" কোচবিহারের চান্দামারী এলাকায় গ্রাম্য পরিবেশে এই জগদ্ধাত্রী পুজো অনেকটাই জাঁকজমক পূর্ণ করা হয়ে থাকে। এই পুজো উপলক্ষে এখানে সাত দিনব্যাপী একটি মেলাও বসতে দেখা যায়।
আরও পড়ুনঃ কোচবিহার ক্যান্সার সেন্টারের ভবিষ্যৎ অথৈ জলে! কী এমন হল!
সার্কাস থেকে শুরু করে প্রায় সমস্ত ধরনের দোকান এই মেলায় থাকে। বিপুলসংখ্যক দর্শনার্থী ও পুণ্যার্থীরা জগদ্ধাত্রী পুজোর সময় এই চান্দামারী এলাকায় ভিড় করেন। স্বল্প বাজেটে গ্রাম্য এলাকার পুজো শুধুমাত্র কোচবিহারবাসির নয়, আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় বাইরের প্রচুর মানুষদের।
Sarthak Pandit