TRENDING:

Coochbehar News: রাতের অন্ধকারে তরমুজ ক্ষেতে দুষ্কৃতী তাণ্ডব! মাথায় হাত কৃষকদের

Last Updated:

দুটো বেশি লাভ হবে বলে এই সময় তরমুজ চাষ করেছেন কোচবিহারের কৃষকরা। কিন্তু রাতের অন্ধকারে কারা সেইসব তরমুজ নষ্ট করে দিচ্ছে। এখন ঋণের অর্থ শোধ করবেন কী করে সেই চিন্তায় মাথা খারাপ হওয়ার যোগাড় কৃষকদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বসন্তকালে কোচবিহারের বহু কৃষক তরমুজ চাষ করেন। মাথাভাঙা মহকুমাজুড়ে চলে এই চাষ। নদীর চরগুলিতে বেশ অনেকটা জায়গাজুড়ে তরমুজ ফলানো হয়। কিন্তু চলতি বছর চাষ করলেও ফসল বিক্রি করে ঘরে লাভ তোলার বিষয়ে সংশয়ী তাঁরা। রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী তরমুজ ক্ষেতের ক্ষতি করছেন। লাগাতার এই ঘটনা চলছে। আর তাতেই প্রমাদ গুনছেন কৃষকরা। তবে এই ঘটনায় দোষীদের এখনও পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
advertisement

মাথাভাঙা-১ ব্লকের ছাট খাটেরবাড়ি এলাকায় জলঢাকা নদীর চরে বিস্তীর্ণ এলাকাজুড়ে তরমুজ চাষ করেছেন এক কৃষক। সেই সুবল দাস বলেন, "রাতের অন্ধকারে কেউ বা কারা তরমুজ ক্ষেত নষ্ট করে দিচ্ছে। এই বিষয়ে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে।" ওই কৃষক জানান, তিনি ঋণ নিয়ে তরমুজ চাষ করেছেন। কিন্তু তরমুজ গাছ নষ্ট হয়ে যাওয়ার ফলে কীভাবে সেই ঋণের টাকা শোধ করবেন বুঝে উঠতে পারছেন না। এই কৃষকরা সারা বছর তরমুজ চাষ করেন না। কারণ ভালো তরমুজ বছরের এই সময়‌ই উৎপাদিত হয়। এই সময় দামও থাকে বেশ ভালো। তাই বছরের এই সময় ঋণ নিয়ে তরমুজ চাষ করেন কোচবিহারের বেশ কিছু কৃষক। এতে কিছুটা হলেও লাভের মুখ দেখেন তাঁরা।

advertisement

আরও পড়ুন: যাত্রী সেজে গাড়িতে উঠে চালককে খুন! বর্ধমানে ট্যাক্সি চালকদের মধ্যে তীব্র আতঙ্ক

তরমুজ চাষ নষ্ট করা প্রসঙ্গে মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: রাতের অন্ধকারে তরমুজ ক্ষেতে দুষ্কৃতী তাণ্ডব! মাথায় হাত কৃষকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল