মাথাভাঙা-১ ব্লকের ছাট খাটেরবাড়ি এলাকায় জলঢাকা নদীর চরে বিস্তীর্ণ এলাকাজুড়ে তরমুজ চাষ করেছেন এক কৃষক। সেই সুবল দাস বলেন, "রাতের অন্ধকারে কেউ বা কারা তরমুজ ক্ষেত নষ্ট করে দিচ্ছে। এই বিষয়ে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে।" ওই কৃষক জানান, তিনি ঋণ নিয়ে তরমুজ চাষ করেছেন। কিন্তু তরমুজ গাছ নষ্ট হয়ে যাওয়ার ফলে কীভাবে সেই ঋণের টাকা শোধ করবেন বুঝে উঠতে পারছেন না। এই কৃষকরা সারা বছর তরমুজ চাষ করেন না। কারণ ভালো তরমুজ বছরের এই সময়ই উৎপাদিত হয়। এই সময় দামও থাকে বেশ ভালো। তাই বছরের এই সময় ঋণ নিয়ে তরমুজ চাষ করেন কোচবিহারের বেশ কিছু কৃষক। এতে কিছুটা হলেও লাভের মুখ দেখেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: যাত্রী সেজে গাড়িতে উঠে চালককে খুন! বর্ধমানে ট্যাক্সি চালকদের মধ্যে তীব্র আতঙ্ক
তরমুজ চাষ নষ্ট করা প্রসঙ্গে মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
সার্থক পণ্ডিত