কোচবিহারের মানুষের কাছে এই কুমার গজেন্দ্রনারায়ণ ঠাকুরবাড়ি বহুল পরিচিত ছোট মদনবাড়ি নামেই। এই মন্দিরের সঙ্গেও কোচবিহারের মানুষের মদনমোহন বাড়ির মতোই আবেগ জড়িয়ে রয়েছে। তবে কোচবিহার জেলা শহরের বুকে অবস্থিত রাসমেলা ময়দানের পাশেই থাকা এই মন্দিরে অন্ততপক্ষে একবার না ঘুরতে গেলে রাস মেলার বিষয়টি যেন অসম্পূর্ণ হয়েই থেকে যায়। তাই রাসমেলায় ঘুরতে এলে একবার ঘুরতে আসুন কোচবিহারের এই কুমার গজেন্দ্র নারায়ণ ঠাকুরবাড়িতে।
advertisement
আরও পড়ুন: ২০ দিন বয়সি অসুস্থ কন্যাসন্তানকে হত্যার দায়ে গ্রেফতার তরুণী মা
আরও পড়ুন: ‘জয় মা কালী’- আলোর মালা, কালীঘাটের মতো তোরণে সাজছে ধন্বন্তরী কালী মন্দির
জেলার সদর শহরের বুকে অবস্থিত অন্যান্য সমস্ত রাজ আমলের মন্দিরগুলির মধ্যে কুমার গজেন্দ্রনারায়ণের ঠাকুরবাড়ি মন্দিরটি অন্যতম একটি মন্দির। রাজ আমলে প্রতিষ্ঠিত এই মন্দিরটির তত্ত্বাবধানে রয়েছেন কোচবিহার জেলা ডিস্ট্রিক্ট জাজ। এছাড়াও মন্দিরের বিষয়গুলি ভাল করে পরিচালনা করার জন্য রয়েছে অ্যাডমিনিস্ট্রেটর এবং ম্যানেজার। এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয় ১৯৩০-৩১ সালের মধ্যে। মন্দিরটি কোচবিহার শহরে প্রায় মাঝেই অবস্থিত।
কোচবিহার রাসমেলা মাঠের পূর্বদিকে অবস্থিত এই কুমার গজেন্দ্র নারায়ণের ঠাকুরবাড়ি। মদনমোহন বাড়ি থেকে প্রায় ৬৫০ মিটার দূরত্বে অবস্থিত এই মন্দিরে মদনমোহন, গোপাল, রাধাকৃষ্ণ, নারায়ণ শিলা, চন্ডী, দুর্গা, অন্নপূর্ণা এবং শিবের আরাধনা করা হয়।
কুমার গজেন্দ্র নারায়ণের ঠাকুরবাড়ির গুগল ম্যাপ লিঙ্ক: https://maps.app.goo.gl/DznSoRuJxrAhaCSH8
সার্থক পন্ডিত