TRENDING:

Cooch Behar News: রাস উপলক্ষে সেজে উঠেছে গজেন্দ্র নারায়ণ ঠাকুরবাড়ি, ছোট মদনমোহন বাড়িতে ভক্তসমাগম

Last Updated:

যে বিপুল সংখ্যক দর্শনার্থী ও পুণ্যার্থীরা কোচবিহার রাস মেলা ঘুরতে আসেন, তাঁরা অন্ততপক্ষে একবার এই মন্দিরটি দর্শন করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: রাসমেলা উপলক্ষে কোচবিহার জেলার মদনমোহন বাড়িতে বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। একদম সেইরকম না হলেও প্রায় তার কাছাকাছি ভিড় দেখতে পাওয়া যায় কুমার গজেন্দ্রনারায়ণ ঠাকুরবাড়িতে। যে বিপুল সংখ্যক দর্শনার্থী ও পুণ্যার্থীরা কোচবিহার রাসমেলা ঘুরতে আসেন, তাঁরা অন্ততপক্ষে একবার এই মন্দিরটি দর্শন করেন। এই মন্দিরকে রাসমেলা উপলক্ষে বিশেষভাবে সাজিয়ে তোলা হয় প্রতিবছর। মদনমোহনকে মন্দিরের বাইরের বারান্দায় নিয়ে এসে সিংহাসনে বসিয়ে পুজো করা হয়।
advertisement

কোচবিহারের মানুষের কাছে এই কুমার গজেন্দ্রনারায়ণ ঠাকুরবাড়ি বহুল পরিচিত ছোট মদনবাড়ি নামেই। এই মন্দিরের সঙ্গেও কোচবিহারের মানুষের মদনমোহন বাড়ির মতোই আবেগ জড়িয়ে রয়েছে। তবে কোচবিহার জেলা শহরের বুকে অবস্থিত রাসমেলা ময়দানের পাশেই থাকা এই মন্দিরে অন্ততপক্ষে একবার না ঘুরতে গেলে রাস মেলার বিষয়টি যেন অসম্পূর্ণ হয়েই থেকে যায়। তাই রাসমেলায় ঘুরতে এলে একবার ঘুরতে আসুন কোচবিহারের এই কুমার গজেন্দ্র নারায়ণ ঠাকুরবাড়িতে।

advertisement

আরও পড়ুন:  ২০ দিন বয়সি অসুস্থ কন্যাসন্তানকে হত্যার দায়ে গ্রেফতার তরুণী মা

আরও পড়ুন: ‘জয় মা কালী’- আলোর মালা, কালীঘাটের মতো তোরণে সাজছে ধন্বন্তরী কালী মন্দির

জেলার সদর শহরের বুকে অবস্থিত অন্যান্য সমস্ত রাজ আমলের মন্দিরগুলির মধ্যে কুমার গজেন্দ্রনারায়ণের ঠাকুরবাড়ি মন্দিরটি অন্যতম একটি মন্দির। রাজ আমলে প্রতিষ্ঠিত এই মন্দিরটির তত্ত্বাবধানে রয়েছেন কোচবিহার জেলা ডিস্ট্রিক্ট জাজ। এছাড়াও মন্দিরের বিষয়গুলি ভাল করে পরিচালনা করার জন্য রয়েছে  অ্যাডমিনিস্ট্রেটর এবং ম্যানেজার। এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয় ১৯৩০-৩১ সালের মধ্যে। মন্দিরটি কোচবিহার শহরে প্রায় মাঝেই অবস্থিত।

advertisement

কোচবিহার রাসমেলা মাঠের পূর্বদিকে অবস্থিত এই কুমার গজেন্দ্র নারায়ণের ঠাকুরবাড়ি। মদনমোহন বাড়ি থেকে প্রায় ৬৫০ মিটার দূরত্বে অবস্থিত এই মন্দিরে  মদনমোহন, গোপাল, রাধাকৃষ্ণ, নারায়ণ শিলা, চন্ডী, দুর্গা, অন্নপূর্ণা এবং শিবের আরাধনা করা হয়।

কুমার গজেন্দ্র নারায়ণের ঠাকুরবাড়ির গুগল ম্যাপ লিঙ্ক: https://maps.app.goo.gl/DznSoRuJxrAhaCSH8

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

সার্থক পন্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: রাস উপলক্ষে সেজে উঠেছে গজেন্দ্র নারায়ণ ঠাকুরবাড়ি, ছোট মদনমোহন বাড়িতে ভক্তসমাগম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল