২০ দিন বয়সি অসুস্থ কন্যাসন্তানকে হত্যার দায়ে গ্রেফতার তরুণী মা

Last Updated:

Maharashtra Murder: পুলিশ সূত্রে জানা গিয়েছে অসুস্থ কন্যাসন্তানকে হত্যা করেছেন ওই বধূ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মুম্বই: ২০ দিন বয়সি নবজাতককে হত্যার দায়ে গ্রেফতার করা হল এক তরুণীকে৷ এই ঘটনা মহারাষ্ট্রের অকোলা জেলার৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে অসুস্থ কন্যাসন্তানকে হত্যা করেছেন ওই বধূ৷
২৬ বছর বয়সি ওই তরুণী ওয়াড়ি আদমপুর গ্রামের বাসিন্দা৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে তিনি গত মাসে তাঁর মামার সঙ্গে সদ্যোজাত কন্যাকে নিয়ে গিয়েছিলেন তেলহারা গ্রামীণ হাসপাতালে৷ পরবর্তী চিকিৎসার জন্য অসুস্থ শিশুটিকে পাঠানো হয় জেলা হাসপাতালে৷
জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন৷ ময়নাতদন্ত করে জানা গিয়েছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে৷ এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ গ্রেফতার করেছে প্রসূতিকে৷ তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন : যাত্রী ওয়াইসি, গুজরাতে বন্দে ভারত এক্সপ্রেসের জানলায় উড়ে এল পাথর! বড় অভিযোগ মিম-এর
মঙ্গলবার তাঁকে স্থানীয় আদালতে তোলা হলে দু’দিনের জন্য পুলিশ কাস্টডিতে পাঠানো হয়৷ খুনের মোটিভ এখনও পুলিশের কাছে অধরা৷
বাংলা খবর/ খবর/দেশ/
২০ দিন বয়সি অসুস্থ কন্যাসন্তানকে হত্যার দায়ে গ্রেফতার তরুণী মা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement