Vande Bharat Express: যাত্রী ওয়াইসি, গুজরাতে বন্দে ভারত এক্সপ্রেসের জানলায় উড়ে এল পাথর! বড় অভিযোগ মিম-এর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চিড় ধরা ওই কাচের জানলাটি বদলে দেওয়া হয়েছে৷ পাশাপাশি ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছে রেল পুলিশ৷
#সুরাত: ফের বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রায় বিপত্তি৷ এবার পাথর ছোড়া হল ট্রেন লক্ষ্য করে৷ তার থেকেও বড় কথা, যে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে, সেটিতে সওয়ার ছিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি৷ তার উপর এই ঘটনা ঘটেছে ভোটমুখী গুজরাতে৷
এআইএমআইএম বা মিম-এর নেতারা জানাচ্ছেন, ভোট প্রচারের জন্য সোমবার বিকেলে বন্দে ভারত এক্সপ্রেসে চেপে দলীয় কয়েকজন নেতার সঙ্গে আহমেদাবাদ থেকে সুরাত যাচ্ছিলেন ওয়াইসি৷ তখনই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়৷ যার ফলে ট্রেনের জানলার কাচে চিড় ধরে৷
advertisement
advertisement
যদিও ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে রেল৷ রেল কর্তাদের দাবি, রেল লাইনের পাশে নির্মাণ কাজ চলাকালীন পাথর জাতীয় কিছু ছিটকে এসেই এই বিপত্তি ঘটেছে৷ ভারুচ জেলায় ওঙ্কলেশ্বরের কাছে এই ঘটনাটি ঘটেছে৷ পশ্চিম রেলের এসপি রাজেশ পারমারের দাবি, ওই জায়গায় রেলেরই কিছু নির্মাণ কাজ চলছিল৷ ওই পুলিশ কর্তার আরও দাবি, ঘটনার সময় আসাদউদ্দিন ওয়াইসি জানলার পাশেও বসেছিলেন না৷
advertisement
ইতিমধ্যেই চিড় ধরা ওই কাচের জানলাটি বদলে দেওয়া হয়েছে৷ পাশাপাশি ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছে রেল পুলিশ৷ ওয়াইসি যে কামরায় ছিলেন, সেখানে আরপিএফ-এর ছ'জন এবং জিআরপি-র তিনজন জওয়ান কামরার চারটি দরজায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে পশ্চিম রেলের পুলিশ সুপার জানিয়েছেন৷
advertisement
आज शाम जब हम @asadowaisi साहब,SabirKabliwala साहब और @aimim_national की टीम अहमदाबाद से सूरत के लिए 'Vande Bharat Express' train में सफर कर रहे थे तब कुछ अज्ञात लोगों ने ट्रेन पर ज़ोर से पत्थर मारकर शीशा तोड़ दिया!#GujaratElections2022 pic.twitter.com/ZwNO2CYrUi
— Waris Pathan (@warispathan) November 7, 2022
advertisement
যদিও গুজরাতে ভোট প্রচারে এই ঘটনাকে হাতিয়ার করেছেন মিম নেতারা৷ এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান গতকাল রাতেই সুরাতে দাবি করেন, ই-২ কামরার জানলা লক্ষ্য করে পর পর দু'টি পাথর ছোড়া হয়৷ ওই কামরাতেই আসাদউদ্দিন ওয়াইসি ছিলেন৷ জানলার কাচ ভেঙে পাথর দু'টি ভিতরে ঢোকার পক্ষে যথেষ্ট ছিল৷
প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে মিম নেতা আরও বলেন, 'এসব কী হচ্ছে মোদিজি? একেক সময় ট্রেনের তলায় জন্তু জানোয়ার কাটা পড়ছে৷ আজকে আমরা যখন সুরাত থেকে কুড়ি- পঁচিশ কিলোমিটার দূরে ছিলাম, তখন ট্রেনের জানলায় পাথর ছোড়া হল৷ ওয়াইসি সেই সময় ওই কামরাতেই বসেছিলেন৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2022 1:43 PM IST