Himachal Pradesh Elections 2022: ভোটের আগেই হিমাচলে বড় ধাক্কা কংগ্রেসের, একসঙ্গে বিজেপি-তে যোগ দিলেন ২৬ নেতা

Last Updated:

হিমাচল প্রদেশের ইতিহাস বলছে, ১৯৮২ সাল থেকে প্রত্যেক বিধানসভা ভোটেই ঘুরিয়ে ফিরিয়ে কংগ্রেস এবং বিজেপি-কে ক্ষমতায় আনেন পাহাড়ি এই রাজ্যটির বাসিন্দারা৷

বিজেপি-তে যোগ দিলেন কংগ্রেস নেতারা৷
বিজেপি-তে যোগ দিলেন কংগ্রেস নেতারা৷
#সিমলা: হিমাচল প্রদেশ এবং গুজরাতের নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন আরও ছন্নছাড়া হয়ে পড়ছে কংগ্রেস৷ গত রবিবারই ছয় রাজ্যের সাতটি বিধানসভা নির্বাচনের আসনের একটিতেও খাতা খুলতে পারেনি কংগ্রেস৷ এবার বিধানসভা নির্বাচনের ঠিক আগে হিমাচল প্রদেশে একসঙ্গে বিজেপি-তে যোগ দিলেন ২৬ জন কংগ্রেস নেতা৷ তার মধ্যে হিমাচল প্রদেশ কংগ্রেসের কয়েকজন পদাধিকারীও রয়েছেন৷ মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের উপস্থিতিতেই গেরুয়া শিবিরে যোগ দেন তাঁরা৷
কংগ্রেসে ভাঙন ধরিয়ে স্বভাবতই ভোটের আগে আরও চাঙ্গা পদ্ম শিবির৷ মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর দাবি করেছেন, আরও অন্তত ২৫ বছর হিমাচল প্রদেশে শাসন করবে বিজেপি৷
advertisement
হিমাচল প্রদেশের ইতিহাস বলছে, ১৯৮২ সাল থেকে প্রত্যেক বিধানসভা ভোটেই ঘুরিয়ে ফিরিয়ে কংগ্রেস এবং বিজেপি-কে ক্ষমতায় আনেন পাহাড়ি এই রাজ্যটির বাসিন্দারা৷ সেই ধারা বদলে দিয়ে জয়রাম ঠাকুরের দাবি মেলে কি না, তা জানতে অবশ্য বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে৷
advertisement
তবে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর যতই আত্মবিশ্বাসী হোন না কেন, ভোট প্রচারে গিয়ে রাজ্যের মানুষের মন পেতে চেষ্টার ত্রুটি রাখছেন না বিজেপি শীর্ষ নেতারা৷ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা হিমাচল প্রদেশে প্রচারে গিয়ে ভোটারদের কাছে আর্জি জানিয়ে বলেন, 'যে মালি আপনার বাগানের ঠিক মতো খেয়াল রাখবে, তাদেরকেই বেছে নিন৷'
advertisement
জে পি নাড্ডার অভিযোগ, নিজেদের ছন্নছাড়া অবস্থা ঢাকতেই ভোটারদের বিভিন্ন ইস্যু তুলে বিভ্রান্ত করার চেষ্টা করছে কংগ্রেস৷ তবে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অবশ্য আত্মবিশ্বাসী, উত্তরাখণ্ডের মতো হিমাচলেও ক্ষমতা ধরে রাখতে পারবে বিজেপি৷ কংগ্রেসের পাশাপাশি আম আদমি পার্টিকেও নিশানা করেছেন নাড্ডা৷ তাঁর দাবি, হিমাচল এবং গুজরাতে আপকে ধরাশায়ী করবে বিজেপি৷ কটাক্ষের সুরে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি বলেন, সব জায়গাতেই ভোটের আগে বেশি শোরগোল করে আপ৷ কিন্তু শেষ পর্যন্ত অধিকাংশ আসনেই তাদের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Himachal Pradesh Elections 2022: ভোটের আগেই হিমাচলে বড় ধাক্কা কংগ্রেসের, একসঙ্গে বিজেপি-তে যোগ দিলেন ২৬ নেতা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement