Himachal Pradesh Elections 2022: ভোটের আগেই হিমাচলে বড় ধাক্কা কংগ্রেসের, একসঙ্গে বিজেপি-তে যোগ দিলেন ২৬ নেতা

Last Updated:

হিমাচল প্রদেশের ইতিহাস বলছে, ১৯৮২ সাল থেকে প্রত্যেক বিধানসভা ভোটেই ঘুরিয়ে ফিরিয়ে কংগ্রেস এবং বিজেপি-কে ক্ষমতায় আনেন পাহাড়ি এই রাজ্যটির বাসিন্দারা৷

বিজেপি-তে যোগ দিলেন কংগ্রেস নেতারা৷
বিজেপি-তে যোগ দিলেন কংগ্রেস নেতারা৷
#সিমলা: হিমাচল প্রদেশ এবং গুজরাতের নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন আরও ছন্নছাড়া হয়ে পড়ছে কংগ্রেস৷ গত রবিবারই ছয় রাজ্যের সাতটি বিধানসভা নির্বাচনের আসনের একটিতেও খাতা খুলতে পারেনি কংগ্রেস৷ এবার বিধানসভা নির্বাচনের ঠিক আগে হিমাচল প্রদেশে একসঙ্গে বিজেপি-তে যোগ দিলেন ২৬ জন কংগ্রেস নেতা৷ তার মধ্যে হিমাচল প্রদেশ কংগ্রেসের কয়েকজন পদাধিকারীও রয়েছেন৷ মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের উপস্থিতিতেই গেরুয়া শিবিরে যোগ দেন তাঁরা৷
কংগ্রেসে ভাঙন ধরিয়ে স্বভাবতই ভোটের আগে আরও চাঙ্গা পদ্ম শিবির৷ মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর দাবি করেছেন, আরও অন্তত ২৫ বছর হিমাচল প্রদেশে শাসন করবে বিজেপি৷
advertisement
হিমাচল প্রদেশের ইতিহাস বলছে, ১৯৮২ সাল থেকে প্রত্যেক বিধানসভা ভোটেই ঘুরিয়ে ফিরিয়ে কংগ্রেস এবং বিজেপি-কে ক্ষমতায় আনেন পাহাড়ি এই রাজ্যটির বাসিন্দারা৷ সেই ধারা বদলে দিয়ে জয়রাম ঠাকুরের দাবি মেলে কি না, তা জানতে অবশ্য বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে৷
advertisement
তবে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর যতই আত্মবিশ্বাসী হোন না কেন, ভোট প্রচারে গিয়ে রাজ্যের মানুষের মন পেতে চেষ্টার ত্রুটি রাখছেন না বিজেপি শীর্ষ নেতারা৷ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা হিমাচল প্রদেশে প্রচারে গিয়ে ভোটারদের কাছে আর্জি জানিয়ে বলেন, 'যে মালি আপনার বাগানের ঠিক মতো খেয়াল রাখবে, তাদেরকেই বেছে নিন৷'
advertisement
জে পি নাড্ডার অভিযোগ, নিজেদের ছন্নছাড়া অবস্থা ঢাকতেই ভোটারদের বিভিন্ন ইস্যু তুলে বিভ্রান্ত করার চেষ্টা করছে কংগ্রেস৷ তবে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অবশ্য আত্মবিশ্বাসী, উত্তরাখণ্ডের মতো হিমাচলেও ক্ষমতা ধরে রাখতে পারবে বিজেপি৷ কংগ্রেসের পাশাপাশি আম আদমি পার্টিকেও নিশানা করেছেন নাড্ডা৷ তাঁর দাবি, হিমাচল এবং গুজরাতে আপকে ধরাশায়ী করবে বিজেপি৷ কটাক্ষের সুরে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি বলেন, সব জায়গাতেই ভোটের আগে বেশি শোরগোল করে আপ৷ কিন্তু শেষ পর্যন্ত অধিকাংশ আসনেই তাদের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Himachal Pradesh Elections 2022: ভোটের আগেই হিমাচলে বড় ধাক্কা কংগ্রেসের, একসঙ্গে বিজেপি-তে যোগ দিলেন ২৬ নেতা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement