By Election Results: ছয় রাজ্যের উপনির্বাচনে চারটি আসনে জয়, গুজরাত- হিমাচলে ভোটের আগে স্বস্তিতে বিজেপি

Last Updated:

বিহার ছাড়াও এই উপনির্বাচনে নজরে ছিল মহারাষ্ট্রের অন্ধেরি পূর্ব কেন্দ্রটি৷ এই আসনটিতে একনাথ শিন্ডে এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার দুই গোষ্ঠীর কার্যত সম্মানের লড়াই ছিল৷

উপনির্বাচনে ভাল ফল বিজেপি-র৷
উপনির্বাচনে ভাল ফল বিজেপি-র৷
#দিল্লি: গুজরাত এবং হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে স্বস্তিতেই থাকল বিজেপি৷ এ দিন ছয় রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়৷ ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, সাতটির মধ্যে চারটি আসনেই জয়ী হয়েছে বিজেপি৷ একটি করে আসনে জয়ী হয়েছে আরজেডি, টিআরএস এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার অংশ৷
যে ছয় রাজ্যে বিধানসভা উপনির্বাচন হয়েছে তার মধ্যে ছিল হরিয়ানা, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, মহারাষ্ট্র এবং বিহার৷ এর মধ্যে বিহারের দু'টি আসনে ভোট হয়৷ নীতিশ কুমারের জেডিইউ-এর সঙ্গে বিজেপি-র বিচ্ছেদের পর এই প্রথম বিহারে কোনও উপনির্বাচন হল৷
advertisement
advertisement
ফল বেরনোর পর দেখা যাচ্ছে, বিহারের মোকামা আসনে নীতীশের নতুন জোটসঙ্গী আরজেডি জয়ী হলেও গোপালগঞ্জ আসনটি ধরে রাখতে পেরেছে বিজেপি৷
বিহার ছাড়াও এই উপনির্বাচনে নজরে ছিল মহারাষ্ট্রের অন্ধেরি পূর্ব কেন্দ্রটি৷ এই আসনটিতে প্রত্যাশিত ভাবেই জয়ী হয়েছেন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার অংশের প্রার্থী৷ এই আসন থেকে আগেই প্রার্থী প্রত্যাহার করেছিল বিজেপি৷ একনাথ শিন্ডে শিবিরও এখানে প্রার্থী দেয়নি৷ ফলে এই আসনে উদ্ধব শিবিরের জয় একরকম নিশ্চিত ছিল৷
advertisement
তেলেঙ্গানার মুনুগোড় আসনে জয়ী হয়েছেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস-এর প্রার্থী৷ এই আসনটিতে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি৷ অন্যদিকে উত্তর প্রদেশ, বিহার, হরিয়ানা এবং ওড়িশাতে একটি করে আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা৷
advertisement
নীতীশ হাত ছাড়লেও বিহারের গোপালগঞ্জ আসনে জয় বিজেপি নেতৃত্বকে নিশ্চিত ভাবেই স্বস্তি দেবে৷ যদিও গোপালগঞ্জ আসনটি প্রায় দু' দশক ধরে বিজেপি-র দখলেই রয়েছে৷
একদিকে পদ্ম শিবির যখন স্বস্তিতে তখন এই উপনির্বাচনেও একরাশ হতাশাই থাকল কংগ্রেসের ঝুলিতে৷ কারণ যে আসনগুলিতে উপনির্বাচন হয়েছে, তার মধ্যে দু'টি আসন কংগ্রেসের ছিল৷
বাংলা খবর/ খবর/দেশ/
By Election Results: ছয় রাজ্যের উপনির্বাচনে চারটি আসনে জয়, গুজরাত- হিমাচলে ভোটের আগে স্বস্তিতে বিজেপি
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement