By Election Results: ছয় রাজ্যের উপনির্বাচনে চারটি আসনে জয়, গুজরাত- হিমাচলে ভোটের আগে স্বস্তিতে বিজেপি

Last Updated:

বিহার ছাড়াও এই উপনির্বাচনে নজরে ছিল মহারাষ্ট্রের অন্ধেরি পূর্ব কেন্দ্রটি৷ এই আসনটিতে একনাথ শিন্ডে এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার দুই গোষ্ঠীর কার্যত সম্মানের লড়াই ছিল৷

উপনির্বাচনে ভাল ফল বিজেপি-র৷
উপনির্বাচনে ভাল ফল বিজেপি-র৷
#দিল্লি: গুজরাত এবং হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে স্বস্তিতেই থাকল বিজেপি৷ এ দিন ছয় রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়৷ ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, সাতটির মধ্যে চারটি আসনেই জয়ী হয়েছে বিজেপি৷ একটি করে আসনে জয়ী হয়েছে আরজেডি, টিআরএস এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার অংশ৷
যে ছয় রাজ্যে বিধানসভা উপনির্বাচন হয়েছে তার মধ্যে ছিল হরিয়ানা, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, মহারাষ্ট্র এবং বিহার৷ এর মধ্যে বিহারের দু'টি আসনে ভোট হয়৷ নীতিশ কুমারের জেডিইউ-এর সঙ্গে বিজেপি-র বিচ্ছেদের পর এই প্রথম বিহারে কোনও উপনির্বাচন হল৷
advertisement
advertisement
ফল বেরনোর পর দেখা যাচ্ছে, বিহারের মোকামা আসনে নীতীশের নতুন জোটসঙ্গী আরজেডি জয়ী হলেও গোপালগঞ্জ আসনটি ধরে রাখতে পেরেছে বিজেপি৷
বিহার ছাড়াও এই উপনির্বাচনে নজরে ছিল মহারাষ্ট্রের অন্ধেরি পূর্ব কেন্দ্রটি৷ এই আসনটিতে প্রত্যাশিত ভাবেই জয়ী হয়েছেন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার অংশের প্রার্থী৷ এই আসন থেকে আগেই প্রার্থী প্রত্যাহার করেছিল বিজেপি৷ একনাথ শিন্ডে শিবিরও এখানে প্রার্থী দেয়নি৷ ফলে এই আসনে উদ্ধব শিবিরের জয় একরকম নিশ্চিত ছিল৷
advertisement
তেলেঙ্গানার মুনুগোড় আসনে জয়ী হয়েছেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস-এর প্রার্থী৷ এই আসনটিতে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি৷ অন্যদিকে উত্তর প্রদেশ, বিহার, হরিয়ানা এবং ওড়িশাতে একটি করে আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা৷
advertisement
নীতীশ হাত ছাড়লেও বিহারের গোপালগঞ্জ আসনে জয় বিজেপি নেতৃত্বকে নিশ্চিত ভাবেই স্বস্তি দেবে৷ যদিও গোপালগঞ্জ আসনটি প্রায় দু' দশক ধরে বিজেপি-র দখলেই রয়েছে৷
একদিকে পদ্ম শিবির যখন স্বস্তিতে তখন এই উপনির্বাচনেও একরাশ হতাশাই থাকল কংগ্রেসের ঝুলিতে৷ কারণ যে আসনগুলিতে উপনির্বাচন হয়েছে, তার মধ্যে দু'টি আসন কংগ্রেসের ছিল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
By Election Results: ছয় রাজ্যের উপনির্বাচনে চারটি আসনে জয়, গুজরাত- হিমাচলে ভোটের আগে স্বস্তিতে বিজেপি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement