Tripura Politics: বিরোধীদের ‘খেলা হবে’ স্লোগান, ত্রিপুরায় ক্রীড়াক্ষেত্রে মানোন্নয়নের চেষ্টা সরকারের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ক্রীড়া প্রশাসক হিসাবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
আবীর ঘোষাল, আগরতলা: যত দিন এগিয়ে আসছে, ততই ‘খেলা হবে’ স্লোগান দিচ্ছে বিরোধীরা। আর সরকার বিভিন্ন খেলার মাঠের মানোন্নয়নের মাধ্যমে যুব সমাজের ভোটকে কাছে টানতে চাইছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সাহা জানিয়েছেন, উমাকান্ত সিন্থেটিক ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন হল। রাজ্যে হচ্ছে ৭টি সিন্থেটিক ফুটবল গ্রাউন্ড। দুটির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রকে অন্যতম অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এর জন্য সবার আগে প্রয়োজন উন্নত পরিকাঠামো ।
ভাল পরিকাঠামো না থাকলে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলাধুলা করা কঠিন। রাজ্যের খেলোয়াড়দের এই অপ্রতুলতা দূর করতে নিরন্তর কাজ করে চলেছে সরকার। আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে রাজ্যে দ্বিতীয় সিন্থেটিক ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন এবং ফ্লাডলাইট স্থাপনের শিল্যান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বলেন, উমাকান্ত মিনি স্টেডিয়াম এর আগে উদয়পুরের চন্দ্রপুরে আধুনিক মানের সিন্থেটিক ফুটবল গ্রাউন্ড তৈরি করা হয়েছে। সরকার খেলোয়াড়দের কথা মাথায় রেখে এই রকম আরও পাঁচটি ফুটবল গ্রাউন্ড রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি করছে।
advertisement
advertisement
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নিজের ব্যাডমিন্টন খেলার অভিজ্ঞতার কথা তুলে ধরেন । পাশাপাশি বলেন, ‘‘আগে আমরা ভাবতাম হাই জাম্প বা লং চ্যাম্প দিতে গেলে বালির দরকার। এখন ফোমের ব্যবস্থা হয়েছে । ফুটবল খেলতে গিয়ে গায়ে জল কাঁদা না লাগলে ভাবা হতো ভাল খেলা হয়নি। সিন্থেটিক ফুটবল গ্রাউন্ড তৈরি হওয়ার পর এই ভাবনার অনেকটাই পরিবর্তন হয়েছে।’’ তিনি বলেন, ত্রিপুরাতে মেধাবী খেলোয়াড়ের অভাব নেই। রাজ্য সরকার যেভাবে খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে কাজ করে চলেছে, তার সুফলকে হাতিয়ার করে আগামী দিনে নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
advertisement
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আন্তর্জাতিক খ্যাতনামা জিমন্যাস্ট দীপা কর্মকার, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব ডঃ পি কে চক্রবর্তী, ক্রীড়া দফতরের আধিকারিক, খেলোয়াড়-সহ বিশিষ্ট ব্যক্তিত্বগণ। উদ্বোধনী অনুষ্ঠানের পর উমাকান্ত মিনি স্টেডিয়ামে নব কলেবরে সেজে উঠা সিন্থেটিক ফুটবল গ্রাউন্ডে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ত্রিপুরা স্পোর্টস স্কুল বনাম নাইন বুলেটসের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
Location :
First Published :
November 05, 2022 10:56 AM IST