কথিত আছে কান্তেশ্বর রাজার মৃত্যুর পড়ে সেই সম্পূর্ন রাজবাড়িটি মাটির নিচে চলে গিয়েছে। তবে এখানে অসখ্য উচুঁ মাটির ঢিবি রয়েছে। আর এগুলিকেই এখানে স্থানীয় মানুষেরা গড় বলে চিহ্নিত করা হয় থাকে। তবে পরবর্তীতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এখানের ওই কান্তেশ্বর গড় এলাকার রক্ষণাবেক্ষনের দায়িত্ব নিয়ে নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের ইতিহাস খুঁজতে তৈরি হল রিসার্চ সেন্টার! উদ্যোগ বানেশ্বর কলেজের
কান্তেশ্বর উদ্যানের ঠিকানা : Kanteswar Eco-Tourism Park, Nagar Lalbazer, West Bengal, 736158
কান্তেশ্বর উদ্যানের গুগল ম্যাপ লিংক:
উদ্যানের প্রবেশ মূল্য ও পার্কিং : এই পার্কটিতে প্রবেশের মূল্য হল ২০ টাকা। এখানে অনলাইন টিকিট কাটার কোন ব্যবস্থা নেই। পার্কের গেটের সামনেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। এছাড়া যানবাহন নিয়ে আসলে সেটার আলাদা সামান্য কিছু টাকা দিতে হয়। (যেমন - বাইক এর জন্য ১০ টাকা, বড় গাড়ির জন্য ২০ টাকা)।
আরও পড়ুনঃ ঝুলন্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা! বাড়ছে রহস্য
উদ্যান বা পার্কের অন্যান্য বিষয় : পার্কে রয়েছে বাচ্চাদের জন্য প্রচুর খেলার সরঞ্জাম, এছাড়াও রয়েছে প্রচুর পশুদের মুর্তি। যেগুলি দেখলেই বাচ্চারা খুশি হয়ে উঠবে এক নিমেষেই। হাইরোড থেকে উদ্যান বা পার্ক পর্যন্ত যাওয়ার রাস্তাটি কিছুটা পাকা করা হলেও বাকিটা মাটির রাস্তাই রয়ে গিয়েছে। তবে এখানে যেকোন ছুটির দিনে প্রচুর পর্যটক আসেন। এছাড়া বিশেষ অনুষ্ঠানের দিন গুলিতেও প্রচুর মানুষ ঘুরতে আসেন। কেউ আসেন শুধুমাত্র ঘুরতে। আবার কেউ আসেন বাড়ির লোকেদের নিয়ে পিকনিক করতেও। তবে যে সময়েই আসার ইচ্ছে থাকুক। যেকোন সময়েই এই কান্তেশ্বর ইকো-ট্যুরিজম পার্কে আসলে আপনি কাটাতে পারবেন দারুন কিছু মুহূর্ত।
Sarthak Pandit