কোচবিহারের কুমোরটুলির প্রতিমা কারিগর পুলোক পাল জানান,”এই বছর তাঁরা অনেকটাই আশার আলো দেখতে পাচ্ছেন কালী পুজোর উপলক্ষ্যে। সেই জন্য মূর্তি তৈরির ব্যস্ততাও চলছে প্রচুর পরিমাণে। জেলার মধ্যে এবার বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো রয়েছে। ইতিমধ্যেই সেগুলির প্রতিমার অর্ডার এসে গিয়েছে কুমোরটুলিতে। এই সমস্ত প্রতিমার দাম শুরু হচ্ছে সত্তর হাজার থেকে। তবে জেলার পাশাপশি পাশের জেলার ও বিগ বাজেটের কিছু প্রতিমার অর্ডার এসেছে। সেগুলির ও কাজ করতে হচ্ছে দ্রুত গতিতে। পুজোর আগেই সমস্ত প্রতিমা দিয়ে দিতে হবে পুজো কমিটি গুলিকে। তাই দিন রাত এক করে চলছে কাজ। একপ্রকার নাওয়া-খাওয়ার ও সময় হয়ে উঠছে না।”
advertisement
আরও পড়ুন: ঘরোয়া উপায়েই ছুমন্তর মশা, দরকার নেই দামি দামি অল আউট থেকে গুড নাইট
কোচবিহারের কুমোরটুলির আরেকজন প্রতিমা শিল্পী সুজিত পাল জানান,”এবার তাঁরা মোট ৮০টি থেকে ৯০টি প্রতিমা তৈরি করেছেন। এবার কোচবিহারের অনেক জায়গায় বিগ বাজেটের দুর্গা পুজো হয়েছে। সেই সব ক্লাব গুলিতেও একটি করে ছোটো প্রতিমার অর্ডার এসেছে। তাঁর পাশাপাশি কোচবিহারের এবার অনেক গুলি বিগ বাজেটের কালী পুজোর দেখা মিলতে চলছে। ইতিমধ্যেই বিগ বাজেটের প্রতিমার কাজ প্রায় শেষের দিকে। এই বিগ বাজেটের প্রতিমা গুলির দাম পঞ্চাশ হাজার থেকে শুরু করে রয়েছে সত্তর হাজার পর্যন্ত রয়েছে।” মূলত বিগ বাজেটের মূর্তি তৈরির কারণেই কোচবিহারের সমস্ত প্রতিমা কারখানা গুলিতে কর্মব্যস্ততা রয়েছে একেবারে চরমে।
Sarthak Pandit